Advertisement
০৭ মে ২০২৪

ঝাড়ুদারের কাজে প্রার্থী ইঞ্জিনিয়ার

উত্তরপ্রদেশের ছবিটাও এমন করুণ। যোগী আদিত্যনাথের রাজ্যে পিএইচডি-র পরেও সরকারের চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে যোগ দিতে আবেদন করেছেন অনেকে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৮
Share: Save:

ঝাড়ুদারের জন্য শূন্যপদ ১০টি। নিকাশি কর্মী হিসেবে নেওয়া হবে চার জনকে। সেই সব চাকরির জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল তামিলনাড়ু বিধানসভার সচিবালয়। সেপ্টেম্বরে সেই বিজ্ঞাপন দেখে আবেদনপত্র জমা করেন ৪৬০০ ইঞ্জিনিয়ার, এমবিএ ডিগ্রীধারীরা।

উত্তরপ্রদেশের ছবিটাও এমন করুণ। যোগী আদিত্যনাথের রাজ্যে পিএইচডি-র পরেও সরকারের চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে যোগ দিতে আবেদন করেছেন অনেকে। দেশে কাজের পরিস্থিতি নিয়ে রিপোর্ট সামনে আসায় চাপে নরেন্দ্র মোদী সরকারও।

বুধবার উত্তরপ্রদেশে কর্মসংস্থানের বেহাল অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট তুলে ধরে মোদীর নাম না করেই টুইট করেন রাহুল। লেখেন, ‘‘কৃষক ফসলের দাম পান না। যুবকদের চাকরি নেই। ফাঁকা বুলির রাজার ধ্বংসের শাসনে খেটে খাওয়া মানুষেরই কোনও সম্মান নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE