Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

মাস পয়লার চাপ সামাল দিতে বাড়তি নগদের আশ্বাস দিল রিজার্ভ ব্যাঙ্ক

নোট বাতিলের পর প্রথম বার আসছে মাস পয়লা। রাত পোহালেই নতুন মাস শুরু, বেতনের তারিখ। পরিস্থিতির মোকাবিলায় কতটা প্রস্তুত দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা? রিজার্ভ ব্যাঙ্কের তরফে বুধবার জানানো হয়েছে, বেতন পেতে যাতে কারও সমস্যা না হয়, তার জন্য পর্যাপ্ত নগদের ব্যবস্থা করা হয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ২০:১৫
Share: Save:

নোট বাতিলের পর প্রথম বার আসছে মাস পয়লা। রাত পোহালেই নতুন মাস শুরু, বেতনের তারিখ। পরিস্থিতির মোকাবিলায় কতটা প্রস্তুত দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা? রিজার্ভ ব্যাঙ্কের তরফে বুধবার জানানো হয়েছে, বেতন পেতে যাতে কারও সমস্যা না হয়, তার জন্য পর্যাপ্ত নগদের ব্যবস্থা করা হয়েছে। আগামী এক সপ্তাহ সমস্ত ব্যাঙ্কে নগদের অতিরিক্ত জোগান থাকবে, আশ্বাস রিজার্ভ ব্যাঙ্কের।

অধিকাংশ চাকুরিজীবীই মাসের প্রথম তারিখে বেতন পান। যাঁদের বেতন মাস পয়লায় হয় না, তাঁরাও মাসের প্রথম সপ্তাহের মধ্যে বেতন পেয়ে যান। যে কোনও মাসেই তাই প্রথম সপ্তাহে ব্যাঙ্ক বা এটিএম থেকে টাকা তোলার ভিড় বেশি থাকে। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর কিন্তু মাস পয়লা এই প্রথম আসছে। নোট বাতিলের পর থেকে নগদের যে প্রবল সঙ্কট দেখা দিয়েছে গোটা দেশে, তার প্রেক্ষিতে মাস পয়লার পরিস্থিতি কী হতে চলেছে, তা নিয়ে বিভিন্ন মহলে সংশয় বা আশঙ্কা রয়েছে। আগামী এক সপ্তাহ বিভিন্ন ব্যাঙ্কে ও এটিএমে টাকা তোলার জন্য যত মানুষ ভিড় জমাবেন, তাঁদের সকলের জন্য পর্যাপ্ত নগদের ব্যবস্থা সরকার করতে পারবে তো? প্রশ্ন উঠছেই। পরিস্থিতি এমনই যে বিভিন্ন ব্যাঙ্কের কর্মীরা আগামী কয়েক দিনের জন্য পুলিশি নিরাপত্তার আবেদন জানিয়েছেন বলেও খবর আসছে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক বুধবার জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। অন্তত ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত যাতে ব্যাঙ্কে এবং এটিএমে নোটের জোগান পর্যাপ্ত থাকে, তার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। আগামী সাত দিন অতিরিক্ত নগদের জোগান দিতে রিজার্ভ ব্যাঙ্ক প্রস্তুত বলে জানানো হয়েছে।

ব্যাঙ্কে নগদের জোগান যে একেবারেই নেই, তেমন নয়। মূলত ছোট অঙ্কের নোটের অভাব। অধিকাংশ এটিএমেই গত এক সপ্তাহ ধরে ৫০০ টাকার নোট অমিল। শুধু ২০০০ টাকার নোট মিলছে। বাজারে খুচরোর আকাল থাকায়, ২০০০ টাকার নোট ভাঙাতে সমস্যা হচ্ছে। ফলে সে নোট কেউ এটিএম থেকে তুলতে চাইছেন না। ডিসেম্বরের প্রথম সপ্তাহে যাতে সেই পরিস্থিতি না থাকে, তার জন্য রিজার্ভ ব্যাঙ্ককে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছিল অর্থ মন্ত্রক। মাসের প্রথম সপ্তাহের বিপুল চাহিদা সামলাতে সব টাঁকশালে আপাতত শুধু ৫০০ টাকার নোটই ছাপা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে এমনই জানানো হয়েছে বলে অর্থ মন্ত্রক সূত্রের খবর।

আরও পড়ুন: হাতে টাকা ছাড়াও লেনদেন সম্ভব! জেনে নিন কী ভাবে করবেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE