Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

বনভূমি বাড়ছে ভারতে, দাবি পরিবেশ মন্ত্রকের

দ্রুত হারে কমতে থাকা সবুজ নিয়ে যখন চিন্তার ভাঁজ বিশ্বের তাবড় তাবড় পরিবেশ বিজ্ঞানীদের কপালে ঠিক সেই সময়ই আশার আলো দেখাচ্ছে ভারতীয় পরিবেশ মন্ত্রক। সাম্প্রতিক এক সমীক্ষায় পরিবেশ মন্ত্রকের দাবি, ভারতে দ্রুত হারে বাড়ছে বনভূমির পরিমাণ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ১২:৩৪
Share: Save:

দ্রুত হারে কমতে থাকা সবুজ নিয়ে যখন চিন্তার ভাঁজ বিশ্বের তাবড় তাবড় পরিবেশ বিজ্ঞানীদের কপালে ঠিক সেই সময়ই আশার আলো দেখাচ্ছে ভারতীয় পরিবেশ মন্ত্রক। সাম্প্রতিক এক সমীক্ষায় পরিবেশ মন্ত্রকের দাবি, ভারতে দ্রুত হারে বাড়ছে বনভূমির পরিমাণ।

দেহরাদূনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দাবি করেছে, যেখানে সারা বিশ্বে মাথা পিছু বনভূমির পরিমাণ ০.৮ থেকে ০.৬ হেক্টর, সেখানে ভারতে বনভূমির পরিমাণ বেড়েছে ১.৮২ শতাংশ। সম্প্রতি উনিশতম কমনওয়েলথ ফরেস্ট্রি কনফারেন্সে পরিবেশ মন্ত্রকের সচিব অজয় নারায়ণ ঝাঁ বলেন, ‘‘গত ৩০ বছরের সমীক্ষা থেকে এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে।’’ অজয়বাবুর দাবি, ভারতের ২৪ শতাংশ এলাকা জুড়ে রয়েছে বনভূমি। যার মধ্যে ৭ বিলিয়ন টন কার্বন বেসিন রয়েছে।

যেখানে সূর্যের আলো ঢোকে না। জিম করবেট ন্যাশনাল পার্ক।

তবে আগামী ২০৩০-এর মধ্যে ২.৫ থেকে ৩ বিলিয়ন কার্বন বেসিন বাড়ানোর পরিকল্পনা রয়েছে পরিবেশ মন্ত্রকের। সেই লক্ষ্যে প্রচুর বৃক্ষরোপনের পরিকল্পনাও করা হয়েছে।

পরিবেশ মন্ত্রকের প্রাক্তন ডিরেক্টর জেনারেল এস এস নিয়োগী জানান, আগামী ১০ বছরের মধ্যে ১০০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। জঙ্গলের বাইরের দিকে প্রতি হেক্টরে অন্তত এক হাজারটি গাছ লাগানো হবে বলেও জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE