Advertisement
E-Paper

টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসে আগুন! গভীর রাতে পুড়ল দু’টি কামরা, ১৫৭ জনকে বার করা গেলেও ভিতরে মৃত্যু এক যাত্রীর

রবিবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ বিশাখাপত্তনমের কাছে আনাকাপল্লিতে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসে আগুন ধরে যায়। আগুন দেখে চালক দ্রুত ট্রেন থামান। যাত্রীদের কামরা থেকে বার করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৮:৩১
জ্বলছে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসের দুই কামরা।

জ্বলছে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসের দুই কামরা। ছবি: ভিডিয়ো থেকে।

অন্ধ্রপ্রদেশের ট্রেনে অগ্নিকাণ্ড। গভীর রাতে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসের দু’টি কামরায় আগুন ধরে যায়। এক জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। ওই দুই কামরা থেকে বাকি ১৫৭ জনকে নিরাপদে বার করে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ বিশাখাপত্তনমের কাছে আনাকাপল্লির এলামানচিলি এলাকায় টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসে আগুন ধরে যায়। বিশাখাপত্তনম থেকে জায়গাটির দূরত্ব ৬৬ কিলোমিটার। রেলের তরফে জানানো হয়েছে, চলন্ত অবস্থাতেই ট্রেনটিতে আগুন লেগেছিল। তা দেখতে চালক দ্রুত ট্রেন থামান এবং জ্বলন্ত কামরা থেকে যাত্রীদের বার করার ব্যবস্থা করেন। দু’টির বেশি কামরায় আগুন ছড়ায়নি।

এক রেল আধিকারিক জানিয়েছেন, পুড়ে যাওয়া দু’টি কামরার প্রথমটিতে ৮২ জন এবং দ্বিতীয়টিতে ৭৬ জন যাত্রী ছিলেন। বি১ কামরা থেকে এক জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম চন্দ্রশেখরম সুন্দরম। ক্ষতিগ্রস্ত কামরাদু’টিকে মূল ট্রেন থেকে দ্রুত বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাকি কামরা নিয়ে ইঞ্জিন এর্নাকুলমের উদ্দেশে রওনা দেয়। তবে ক্ষতিগ্রস্ত কামরাগুলিতে যে যাত্রীরা ছিলেন, তাঁদের মূল ট্রেনের সঙ্গে পাঠানো হয়নি। আলাদা করে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রেল।

কী কারণে রাতে চলন্ত ট্রেনে হঠাৎ আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে দু’টি ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত কামরাগুলি থেকে তারা নমুনা সংগ্রহ করছে। রাতে ঘটনাস্থলে পৌঁছোয় রেল পুলিশ এবং দমকল। এক যাত্রীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন স্থানীয় থানার এসপি তুহিন সিংহ।

Fire in Express Train Andhra Pradesh Train accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy