Advertisement
E-Paper

আমেরিকা নয়, গত পাঁচ বছরে ভারতীয়দের তাড়িয়ে দেওয়ার তালিকায় শীর্ষে অন্য এক দেশ! পরিসংখ্যান দিল নয়াদিল্লি

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ বিদেশ থেকে ভারতীয়দের ফেরত পাঠানো প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে একাধিক দেশের পরিসংখ্যান প্রকাশ করেছেন। তালিকায় আমেরিকা অনেক নীচে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৮:১৯
গত ফেব্রুয়ারি মাসে শিকল বেঁধে এ ভাবেই আমেরিকা থেকে ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হয়েছিল।

গত ফেব্রুয়ারি মাসে শিকল বেঁধে এ ভাবেই আমেরিকা থেকে ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হয়েছিল। —ফাইল চিত্র।

আমেরিকায় ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নিয়ে কঠোর হয়েছেন। তাঁর নীতির কারণে অবৈধ অভিবাসীরা আমেরিকা ছাড়তে বাধ্য হচ্ছেন। অনেক ভারতীয়কেও বেআইনি অনুপ্রবেশের অভিযোগে আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ফেরত পাঠানো হয়েছে এ দেশে। তবে আমেরিকা একা নয়, অন্য অনেক দেশই নানা কারণে ভারতীয় নাগরিকদের ভারতে ফেরত পাঠিয়ে থাকে। গত পাঁচ বছরের পরিসংখ্যান বলছে, এই তালিকায় আমেরিকা অনেক নীচে। বরং শীর্ষে রয়েছে সৌদি আরব!

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ বিদেশ থেকে ভারতীয়দের ফেরত পাঠানো প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে সৌদি-সহ একাধিক দেশের পরিসংখ্যান প্রকাশ করেছেন। তাতে দেখা গিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সৌদি যত ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে, তত আর কোনও দেশ করেনি। রিয়াধে ভারতীয় মিশনের হিসাব বলছে, ২০২১ সালে ৮৮৮৭ জন, ২০২২ সালে ১০২৭৭ জন, ২০২৩ সালে ১১৪৮৬ জন, ২০২৪ সালে ৯২০৬ জন এবং ২০২৫ সালে এখনও পর্যন্ত ৭০১৯ জন ভারতীয় নাগরিককে তাড়িয়ে দিয়েছে সৌদি সরকার। তুলনায় আমেরিকা থেকে ভারতীয়-বিতাড়নের সংখ্যা অনেক কম।

আমেরিকার ভারতীয় মিশনের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে সবচেয়ে বেশি ভারতীয়কে তাড়ানো হয়েছে রাজধানী ওয়াশিংটন থেকে। ওই শহর থেকে ২০২১ সালে ৮০৫ জন, ২০২২ সালে ৮৬২ জন, ২০২৩ সালে ৬১৭ জন, ২০২৪ সালে ১৩৬৮ জন এবং ২০২৫ সালে এখনও পর্যন্ত ৩৪১৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, আটলান্টা, হিউস্টন, শিকাগো থেকেও অনেককে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সেই সংখ্যা ৫০০ পেরোয়নি।

সৌদি এবং আমেরিকা ছাড়া যে সমস্ত দেশ থেকে ভারতীয়দের তাড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মালয়েশিয়া, মায়ানমার, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, তাইল্যান্ড এবং কম্বোডিয়া। যাঁদের তাড়ানো হয়েছে, তাঁদের কেউ ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও দেশটিতে থেকে গিয়েছিলেন, কারও কাজের অনুমতির (ওয়ার্ক পারমিট) মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, কেউ আবার সংশ্লিষ্ট দেশের শ্রমবিধি লঙ্ঘন করার শাস্তি পেয়েছেন।

সৌদির সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। গত এপ্রিল মাসে পাকিস্তানের সঙ্গে ভারতের সশস্ত্র সংঘাতের সময় মধ্যস্থতায় এগিয়ে এসেছিল সৌদি সরকার। তাদের প্রতিনিধি ভারতেও এসেছিলেন। সংঘর্ষ থামানোর এবং উত্তেজনা প্রশমন করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বার্তা তারা দিয়েছিল দুই দেশকেই। কিন্তু পরে পাকিস্তানের সঙ্গে সৌদি একটি বিশেষ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। তাতে বলা হয়, তৃতীয় কোনও দেশ এদের মধ্যে কোনও একটি দেশকে আক্রমণ করলে তা উভয় দেশের উপর হামলা হিসাবে গণ্য করা হবে। সৌদি সরকার অবশ্য পরে জানায়, ওই চুক্তির নিশানায় ভারত নেই।

Deportation Case Indians Deportation Saudi Arabia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy