কাশ্মীরের একাংশ পাকিস্তান দখল করে রাখার প্রসঙ্গ নিয়ে রাইসিনা সংলাপে আজ সরব হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পশ্চিমের কিছু দেশকে খোঁচা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের ভূমিকা আরও ‘শক্তিশালী এবং নিরপেক্ষ’ করার ব্যাপারেও সওয়াল করেছেন বিদেশমন্ত্রী। তাঁর কথায়, “আমরা সবাই সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার কথা বলি। বিশ্বের বিভিন্ন নীতি-নিয়মের মধ্যে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অন্য কোনও দেশের ভিতর সবচেয়ে দীর্ঘ সময় ধরে অবৈধ ভাবে থাবা গেড়ে বসে থাকার উদাহরণ রয়েছে ভারতের কাশ্মীরে।”
বিদেশমন্ত্রী বলেন, কাশ্মীর প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জ এবং পশ্চিমি বিশ্বের ভূমিকায় ভারতের অসন্তোষ রয়েছে। সেই হতাশাকে সামনে এনে জয়শঙ্করের বক্তব্য, “আমরা রাষ্ট্রপুঞ্জে গিয়ে দেখেছি কাশ্মীরের একাংশ দখল করে রাখার ঘটনাকে বিতর্ক বলে দাবি করা হচ্ছে। তা হলে অপরাধী কে? ব্রিটেন, কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আমেরিকা? আমাকে ক্ষমা করবেন। এই বিষয়ে আমার এই রকম অনেক প্রশ্ন আছে।” তাঁর কথায়, “আমরা চাই শক্তিশালী রাষ্ট্রপুঞ্জ। কিন্তু শক্তিশালী রাষ্ট্রপুঞ্জ তৈরির জন্য প্রয়োজন নিরপেক্ষতা। শক্তিশালী বিশ্ব ব্যবস্থা তৈরি করতে হলে কিছু মৌলিক মানদণ্ড বজায় রাখতে হয়। অভ্যন্তরীণ শৃঙ্খলা যেমন দরকার, আন্তর্জাতিক শৃঙ্খলাও প্রয়োজন।”
সম্প্রতি লন্ডনের একটি অনুষ্ঠানেও অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে সরব হতে দেখা গিয়েছিল বিদেশমন্ত্রীকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)