খামারের ভিতরে ঢুকে প্রাতঃকৃত্য করছিলেন কয়েকজন। প্রতিবাদ জানাতেই পাল্টা হামলার শিকার হল একটি পরিবার। অভিযুক্তরা বেপরোয়া ভাবে ছুরি দিয়ে কোপালো পরিবারের প্রত্যেককে। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন।
হরিয়ানার ঔরঙ্গাবাদের কাছে সেভলি এলাকার একটি গ্রামে গত শুক্রবার এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছি সেভলির আয়েরানদ্বাদগাঁওয়ের বাসিন্দা ওই পরিবারটির একটি খামারবাড়ি রয়েছে। সেখানে প্রায়ই ঢুকে পড়ে মুক্তাঞ্চলে ভারমুক্ত হতেন গ্রামের কয়েকজন বাসিন্দা। এর আগেও পরিবারটি প্রতিবাদ জানিয়েছে। তবে শুক্রবার বিতণ্ডা বাড়ে। তার পরই পরিবারটির উপর হামলা করে অভিযুক্তরা।
এই ঘটনায় এক মহিলা এবং তাঁর ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন তাঁর স্বামী এবং এক আত্মীয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা ঔরঙ্গাবাদের হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে। স্থানীয়পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তদের প্রত্যেকেরই অপরাধের পুরনো রেকর্ড আছে।