Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Cow

একসঙ্গে কাজ করবে ‘কংগ্রেস ও বিজেপি’!

যখন রাজনৈতিক দলগুলি নিজের মধ্যে লড়তে ব্যস্ত, তখন এই যমজ বাছুররা ফসল ফলাতে মাঠে  কাজ করবে একসঙ্গে।

ছবি প্রতীকী।

ছবি প্রতীকী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ১৯:২৬
Share: Save:

মধ্যপ্রদেশের ভোপালের খাজুরি গ্রামে একটি গরু জন্ম দিয়েছে যমজ দুই বাছুরের। ওই গরুটির মালিক ধান সিংহ নবজাতক ওই বাছুরের নাম রাখতে গিয়ে দেখিয়েছেন অভিনবত্ব। প্রথাগত নাম ছেড়ে ওই কৃষক বাছুর দু’টির নাম রেখেছেন বিজেপি ও কংগ্রেস।

এই নাম রাখার কারণ নিয়ে নিজের যুক্তিও সাজিয়েছেন ওই কৃষক। তিনি জানিয়েছেন, ‘‘যখন রাজনৈতিক দলগুলি নিজের মধ্যে লড়তে ব্যস্ত, তখন এই যমজ বাছুররা ফসল ফলাতে মাঠে কাজ করবে একসঙ্গে।’’

কিছুদিন আগেই মধ্যপ্রদেশে হয়ে গেল বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে গত ১৫ বছর ধরে রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে হারাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলি। তাই সে রাজ্যে রাজনৈতিক কর্মসূচি ছিল চরমে। প্রধান দু’টি দল বিজেপি ও কংগ্রেস উভয়েই নির্বাচনী সভায় একে অন্যের চেয়ে ভাল বলে দাবি করেছিল।

আরও পড়ুন: সংঘাতের জের, শেষ পর্যন্ত ইস্তফাই দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল

এই কারণেই ভোটের আবহে জন্ম নেওয়া যমজ বাছুরের এহেন নাম রেখেছেন কৃযক ধান সিংহ। তাঁর মতে, দুই রাজনৈতিক দল একসঙ্গে কাজ করতে পারুক বা না-পারুক, তাঁর দুই বাছুর কিন্তু কাজ করবে একসঙ্গেই।

আরও পড়ুন: বিজয় মাল্যর প্রত্যর্পণের নির্দেশ দিল ব্রিটেনের আদালত

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Twin Calf Madhya Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE