বিজেপির হাত থেকে ‘রক্ষা করতে’ বেঙ্গালুরুর এক রিসর্টে বিধায়কদের রেখেছে কংগ্রেস। এ বার সেই রিসর্টেই দুই কংগ্রেস বিধায়কের মধ্যে মারামারির অভিযোগ নিয়ে অস্বস্তিতে পড়ল তারা। বিষয়টি নিয়ে টুইট করে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছে বিজেপি।
সম্প্রতি কংগ্রেস দাবি করে, দল ভাঙিয়ে কর্নাটকে গদি দখলের চেষ্টা করছে বিজেপি। তাই কংগ্রেস বিধায়কদের বেঙ্গালুরুর একটি রিসর্টে রাখা হয়। চার জন বিধায়ক প্রথমে রিসর্টে ও পরে দলের পরিষদীয় দলের বৈঠকে হাজির ছিলেন না। তাঁদের মধ্যে দু’জন অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেছেন। বাকি দু’জনকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে দল।
এরই মধ্যে আজ বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি হন বিধায়ক আনন্দ সিংহ। তাঁকে দেখতে যান কংগ্রেসের অনেক নেতা। অভিযোগ ওঠে, আর এক কংগ্রেস বিধায়ক জি এন গণেশ আনন্দ সিংহের মাথায় বোতল দিয়ে আঘাত করেছেন।