Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

অরুণ জেটলির বাজেট একাদশ

এই নিয়ে চতুর্থ বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন জেটলি। এক বছর পরেই ভোটের বাদ্যি বাজবে। তার আগেই জনমত পক্ষে রাখতে এ বারের বাজেটই তাই শেষ বড় সুযোগ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৮
Share: Save:

আজ সংসদে ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

এই নিয়ে চতুর্থ বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন জেটলি। এক বছর পরেই ভোটের বাদ্যি বাজবে। তার আগেই জনমত পক্ষে রাখতে এ বারের বাজেটই তাই শেষ বড় সুযোগ। কর্মসংস্থানের কী সুরাহা হবে সেই দিকে তাকিয়ে গোটা ভারত। পাশাপাশি, গ্রামীণ ভারত তথা কৃষিজীবী ভারতের মন পেতে মোদী-জেটলি জুটি কী কেরামতি দেখান সেই দিকেও নজর রেখেছেন অনেকে।

আরও পড়ুন:

ক্ষতি কমিয়ে গতি আনাই চ্যালেঞ্জ

ভাড়া দেব, নিরাপত্তা দাও, পরিচ্ছন্নতা দাও

সুতরাং, বাজেটের ঝুলি থেকে অর্থমন্ত্রীকে এমন মন্ত্র বার করতে হবে যাতে, লোকসভা ভোটের আগে কৃষক-গরিব-মধ্যবিত্তের মন পেতে কোনও অসুবিধা না হয়। ভারসাম্যের খেলায় উতরে যাওয়াটাই এ বারের বাজেটে অর্থমন্ত্রীর কাছে একমাত্র চ্যালেঞ্জ।

গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

এক ঝলকে দেখে নিন, এ বারের বাজেট-টিমে কারা রয়েছেন—

• অরুণ জেটলি (কেন্দ্রীয় অর্থমন্ত্রী)

• এস সি গর্গ (অর্থ সংক্রান্ত সচিব)

• এ এন ঝা (ব্যয় সচিব)

• হাসমুখ আঢিয়া (অর্থসচিব)

• নীরজ গুপ্তা (সচিব, বিনিয়োগ এবং সরকারি সম্পত্তি বিভাগ)

• রাজীব কুমার (সচিব, ফাইনান্সিয়াল সার্ভিসেস)

• অরবিন্দ সুব্রহ্মণ্যন (কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা)

• ভানাজা সারনা (চেয়ারম্যান, সিবিইসি)

• সুশীল চন্দ্র (চেয়ারম্যান, সিবিডিটি)

• পি রাধাকৃষ্ণণ (অর্থ প্রতিমন্ত্রী)

• এস পি শুক্লা (অর্থ প্রতিমন্ত্রী)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE