Advertisement
০৬ মে ২০২৪

তরুণীকে ধর্ষণ পাঁচ নাবালকের

বৃহস্পতিবার নির্যাতিতা জাহাঙ্গিরপুরীর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, রাত দশটা নাগাদ, অঞ্চলটির পুরনিগমের আবর্জনা ফেলার জায়গায় আচমকা ওই ৫ কিশোরের মুখোমুখি পড়ে যান।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৭ ০৩:২৯
Share: Save:

নির্ভয়া কাণ্ডের কালো ছায়া কিছুতেই পিছু ছাড়ছে না রাজধানীর। শালিমার বাগের নৃশংস গণধর্ষণের ঠিক ৫ দিন পরেই, আবার গণধর্ষণের অভিযোগ উঠল জাহাঙ্গিরপুরীতে। বুধবার রাতে, সেখানে ২০ বছরের এক তরুণীকে ৫ জন মিলে ধর্ষণ করেছে বলে খবর। সন্দেহ, ওই ৫ ধর্ষকই নাবালক। ঘটনায় জড়িত সন্দেহে কয়েক জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার নির্যাতিতা জাহাঙ্গিরপুরীর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, রাত দশটা নাগাদ, অঞ্চলটির পুরনিগমের আবর্জনা ফেলার জায়গায় আচমকা ওই ৫ কিশোরের মুখোমুখি পড়ে যান। তখনই তাঁকে ৫ জন মিলে টেনেহিঁচড়ে কাছের এক বহুতলের পিছনের নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানেই পালা করে অত্যাচার করে তারা। সাহায্যের জন্য চেঁচালে বা ঘটনা নিয়ে কারও সামনে টুঁ শব্দটিও করলে তাঁকে প্রাণে মারার হুমকি দেয় ওই কিশোররা।

বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতা এক আত্মীয়াকে ঘটনাটি জানান। তাঁর পরামর্শেই থানায় যান তিনি। শারীরিক পরীক্ষায় গণধর্ষণের প্রমাণ মিললে, মামলা রুজু করে পুলিশ। নির্যাতিতার বয়ান ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয়েছে। একটি বেসরকারি সংস্থার মনস্তত্ত্ববিদেরা তাঁর সঙ্গে কথা বলছেন।

উত্তরপশ্চিম দিল্লি পুলিশের ডেপুটি সুপার আসলাম খান জানিয়েছেন, অপরাধীদের আটক করা হয়েছে। যদি দেখা যায় তাদের বয়স ১৮ হয়েছে, তবে ম্যাজিস্ট্রেটের সামনে আনা হবে।

নির্যাতিতা ও অভিযুক্তরা একই কলোনির বাসিন্দা। নির্যাতিতার পরিবারের লোকেরাও ধর্ষকদের চেনেন। পুলিশের দাবি, ছেলেগুলো স্কুলছুট। তারা ওই এলাকায় আবর্জনা সাফের কাজ করে।

অন্য দিকে গতি নিয়েছে শালিমার বাগ কাণ্ডের তদন্তও। পুলিশ অন্তত ৪৫০ জনকে জেরা করেছে। ঘটনার পর তিন যুবক যে বাইকে পালায় তার খোঁজে ৫০টা বাইক আটক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

minors rape
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE