Advertisement
২৩ এপ্রিল ২০২৪
flight

Kochi: হাইড্রলিক যন্ত্র বিকল, কোচিতে অবতরণের সময় অল্পের জন্য বাঁচল বিমান, রক্ষা ২২৯ সওয়ারির

অবতরণের সময় অল্পের জন্য বাঁচল এয়ার অ্যারাবিয়ার একটি বিমান। আরব আমিরশাহির শারজা থেকে কোচিতে নামে। রক্ষা পেলেন ২২২ জন যাত্রী ও সাত কর্মী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ২২:৩৩
Share: Save:

একটুর জন্য বাঁচল এয়ার আরবিয়ার একটি বিমান। কেরলের কোচিতে অবতরণের সময় হাইড্রলিক যন্ত্রে গোলযোগ দেখা দেয়। কোনও মতে বিপদ কাটিয়ে শেষমেশ নামে জি৯-৪২৬ বিমানটি। রক্ষা পেলেন সওয়ান ২২২ জন যাত্রী এবং সাত জন কর্মী।

আরব আমিরশাহির শারজা থেকে শুক্রবার সন্ধ্যায় কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। নামার আগে গোটা বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত ন’নম্বর রানওয়েতে সন্ধ্যা ৭টা ২৯ মিনিট নাগাদ অবতরণ করে বিমানটি। রাত ৮টা ২২ মিনিটে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।

৫ জুলাই দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বিমান জরুরি অবতরণ করে পাকিস্তানের করাচিতে। যান্ত্রিক গোলযোগ হয়েছিল। একটুর জন্য রক্ষা পান ১৩৮ জন যাত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

flight Kochi ATC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE