Advertisement
২৩ এপ্রিল ২০২৪

জলমগ্ন গুয়াহাটি

রাজ্য সরকারের প্রতিশ্রুতি ও ভরসা আক্ষরিক অর্থেই জলে গেল। ঠিক ভাবে বর্ষা আসার আগেই মাত্র এক রাতের ভারি বৃষ্টিতেই ফের জলমগ্ন হল গুয়াহাটির বিস্তীর্ণ অঞ্চল।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০২:৫৩
Share: Save:

রাজ্য সরকারের প্রতিশ্রুতি ও ভরসা আক্ষরিক অর্থেই জলে গেল। ঠিক ভাবে বর্ষা আসার আগেই মাত্র এক রাতের ভারি বৃষ্টিতেই ফের জলমগ্ন হল গুয়াহাটির বিস্তীর্ণ অঞ্চল। অতিরিক্ত মুখ্য সচিব এমজিভিকে ভানু ও কামরূপ মহানগরের জেলাশাসক এম আংগামুথু গত কয়েক মাস ধরে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে নালা-নর্দমা ও নিকাশি খাল আবর্জনা মুক্ত করার ব্যবস্থা করেছেন। শহর লাগোয়া বিভিন্ন জলাশয়ে জবর দখল হঠাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। নিকাশির পথে, বিভিন্ন জলাশয় বুজিয়ে গড়ে ওঠা বহু দেওয়াল, বাড়ি ভাঙা হয়। নিকাশি খাল, ভরলুর আশপাশ জবর দখল মুক্ত করা হয়। এত কিছুর পর ভানু আশ্বাস দিয়েছিলেন: পরের বর্ষায় গুয়াহাটি আর বানভাসি হবে না। কিন্তু গত রাতের বৃষ্টির পর থেকেই নবীন নগর, অনিল নগর, জু রোড, আমবাড়ি, রাজগড়-সহ শহরের বিভিন্ন অংশ আগের মতোই জলমগ্ন হয়ে পড়ে। অনিল নগরে ভরলুর গার্ড ওয়াল ভেঙে পড়ে। বরবাড়িতে ধস নামে। বরসলা বিলে ভেঙে পড়ে নির্মীয়মাণ একটি ড্রেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Guwahati rain flood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE