সত্যটা শেষমেশ স্বীকার করেই ফেললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। লোকসভায়।
জেটলি জানিয়েছেন, তার আগের অর্থবর্ষের (২০১৫-’১৬) তুলনায় গত অর্থবর্ষে (২০১৬-’১৭) দেশের বৃদ্ধির হার (জিডিপি) উল্লেখযোগ্য ভাবে কমেছে। ৮ শতাংশ থেকে ৭.১ শতাংশে। আর সেই পিছিয়ে পড়ার ছাপ সবচেয়ে বেশি পড়েছে শিল্পে আর পরিষেবা ক্ষেত্রে। তার জন্য যেমন রয়েছে অর্থাভাব, তেমনই রয়েছে পরিকাঠামোগত ও বৈদেশিক কারণও।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কথায়, ‘‘ওই সময়ে দেশের অর্থনীতির পিছিয়ে পড়ার জন্য ২০১৬ সালের বিশ্ব অর্থনীতির মন্দাও দায়ী। জিডিপির তুলনায় ভারতে মোট বিদেশি বিনিয়োগের পরিমাণও কমেছিল সেই সময়। সেটাও দেশের অর্থনীতির পিছিয়ে পড়ার অন্যতম কারণ। কমেছিল কর্পোরেট সংস্থাগুলির লাভের পরিমাণও।’’
লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এই কথা কবুল করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আরও পড়ুন- কমছে স্বল্প সঞ্চয়ে সুদের হার, কোন প্রকল্পে কত জেনে নিন
আরও পড়ুন- ৫০ হাজার কোটি বাড়তি ধার কেন্দ্রের
জেটলি অবশ্য এ কথাও জানিয়েছেন যে, গত অর্থবর্ষে দেশের কিছুটা পিছিয়ে পড়া সত্ত্বেও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) মানদণ্ডে ২০১৬ সালে ভারতের অর্থনীতিই বিশ্বে সবচেয়ে তাড়াতাড়ি বেড়েছে। আর চলতি বছরে (২০১৭) বৃদ্ধির হারের নিরিখে ভারত বিশ্বে দু’নম্বর জায়গাটিতে রয়েছে।