আচমকা কড়া হওয়ার পর সমালোচনার তোপের মুখে সুর নরম করেছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু একটা দিন কাটতে না কাটতেই ফের অনলাইন মিডিয়া ও নিউজ পোর্টালগুলির বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়ার প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
অনলাইন মিডিয়া ও নিউজ পোর্টালগুলির উপর নজরদারির জন্য বুধবার উচ্চক্ষমতাসম্পন্ন একটি নিয়ন্ত্রক কমিটি গড়ে দিলেন স্মৃতি। যার মাথায় রাখা হল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবকে।
‘ভুয়ো খবর’ রুখতে কী ভাবে অনলাইন মিডিয়া ও নিউজ পোর্টালগুলিকে নীতি-নিয়মের বেড়ি-বাঁধনে বেঁধে ফেলা যায়, তা নিয়ে আলোচনার পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কাছে এ ব্যাপারে তাদের সুপারিশ জানাবে ওই কমিটি।