Advertisement
E-Paper

বরাকে মুক্ত বনকর্মী

অপহরণকারীদের জেরা থেকে ফিরলেন বনকর্মী মনোজ কুমার সিনহা। ২৩ জুন হাইলাকান্দিতে অসম-মিজোরাম সীমানার গেণ্ডাছড়া থেকে সশস্ত্র জঙ্গিরা তাঁকে অপহরণ করেছিল। তিনি বন বিভাগের কুকিছড়া বিটের ফরেস্টার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ০৩:৫১

অপহরণকারীদের জেরা থেকে ফিরলেন বনকর্মী মনোজ কুমার সিনহা। ২৩ জুন হাইলাকান্দিতে অসম-মিজোরাম সীমানার গেণ্ডাছড়া থেকে সশস্ত্র জঙ্গিরা তাঁকে অপহরণ করেছিল। তিনি বন বিভাগের কুকিছড়া বিটের ফরেস্টার।

১৩ দিন ধরে জেলা পুলিশ, আসাম রাইফেলস ও সিআরপি যৌথ অভিযান চালালেও মনোজবাবুর হদিস মেলেনি। ২ জুলাই দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি গ্রামের ব্যবসায়ী আজিজুর রহমানকে অপহরণ করে উগ্রবাদীরা। পরপর দু’টি অপহরণের জেরে চাপে পড়ে জেলা প্রশাসন। আজ পুলিশ জানায়, গেন্ডাছড়া থেকে মনোজবাবুকে উদ্ধার করা হয়েছে। জেলার পুলিশ সুপার প্রণবজ্যোতি গোস্বমী ও জেলাশাসক মলয় বরা গেণ্ডাছড়া থেকে তাঁকে কাটলিছড়ায় নিয়ে আসেন।

মনোজবাবুর পড়শিদের একাংশের দাবি, অপহরণকারীরা মনোজবাবুকে গেণ্ডাছড়ায় ছেড়ে দিয়ে যায়। মনোজবাবু জানান, অপহরণকারীরা তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছে। কিন্তু ঠিকমতো খেতে দেওয়া হয়। মুক্তিপণের বিনিময়ে তিনি ফিরেছেন কি না— সেই প্রশ্ন এড়িয়ে যান মনোজবাবু।

হাইলাকান্দির পুলিশ সুপার প্রণবজ্যোতি গোস্বামী বলেন, ‘‘পুলিশ অপহরণকারীদের উপর প্রচণ্ড চাপ দিয়েছিল, তাই মনোজবাবুকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে।’’
একে পুলিশের বড় সফলতা বলে তিনি দাবি করেন।

জেলাশাসক মলয় বরা অপহৃত বনকর্মী নিরাপদে বাড়ি ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন। হাইলাকান্দির বন আধিকারিক দীপ্তেন্দ্র বিশ্বাস এ জন্য পুলিশ-প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

এ দিকে সম্প্রতি দক্ষিণ হাইলাকান্দি থেকে অপহৃত ব্যবসায়ী আজিজুর রহমানকেও এ দিন অপহরণকারীরা ছেড়ে দিয়েছে বলে খবর মিললেও, সন্ধে পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি।

Manoj Kumar Sinha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy