দেশের প্রাক্তন প্রধান বিচারপতি আলতামাস কবীর রবিবার কলকাতায় প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তবে বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সুপ্রিম কোর্টের উজ্জ্বলতম বিচারপতিদের অন্যতম আলতামাস কবীরের প্রয়াণে আইনজীবী মহল শোকাহত।
১৯৭৩ সালে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেছিলেন আলতামাস কবীর। প্রথমে নিম্ন আদালতে, তার পরে কলকাতা হাইকোর্টে। ১৯৯০ সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন। ২০০৫ সালের মার্চে তাঁর পদোন্নতি হয়। তিনি ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হন। সে বছরই সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে দিল্লি চলে যান আলতামাস কবীর। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর আলতামাস কবীর দেশের প্রধান বিচারপতি নিযুক্ত হন, ২০১৩ সালের ১৮ জুলাই তিনি অবসর নেন।
আইনজীবী হিসেবে পেশাদারি জীবন শুরু করেন, পৌঁছেছিলেন দেশের প্রধান বিচারপতি পদে। —ফাইল চিত্র।
দেশের প্রধান বিচারপতি পদে এ যাবৎ যে ক’জন বাঙালিকে দেখা গিয়েছে, আলতামাস কবীর ছিলেন তাঁদের মধ্যে শেষ ব্যক্তি। ১৯৫৪ সালের ডিসেম্বরে বিজন মুখোপাধ্যায় প্রথম বাঙালি হিসেবে দেশের প্রধান বিচারপতি হয়েছিলেন। তার পরে বিভিন্ন সময়ে সুধীররঞ্জন দাস, অমল সরকার, অজিতনাথ রায়, সব্যসাচী মুখোপাধ্যায়, এবং আলতামাস কবীরের মতো বাঙালিরা দেশের প্রধান বিচারপতি হয়েছেন। সুধীররঞ্জন দাস এবং অজিতনাথ রায়ই তাঁদের মধ্যে সবচেয়ে বেশি দিন ওই পদে ছিলেন। তবে ২০১৩ সালে আলতামাস কবীর অবসর নেওয়ার পর আর কোনও বাঙালি এখনও দেশের প্রধান বিচারপতি পদে বসেননি।
আরও পড়ুন: বৈদ্যনাথদের আশার আলো কাশ্মীরের বাঙালিনি