হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনসিপি ও এনপিপির প্রতিষ্ঠাতা তথা লোকসভার প্রাক্তন স্পিকার পূর্ণ অ্যাজটেক সাংমা। ১৯৪৭ সালে মেঘালয়ের পশ্চিম গারো হিলের চাপাঠি গ্রামে পূর্ণর জন্ম। শুক্রবার নয়াদিল্লির বাড়িতে তাঁর মৃত্যু হয়। মেঘালয়ের সেন্ট অ্যান্থনিজ কলেজের স্নাতক পূর্ণ ১৯৭৩ সালে মেঘালয় যুব কংগ্রেসের সহ সভাপতি হন। ১৯৭৭ সালে তুরা থেকে প্রথম লোকসভার সাংসদ হন। নবম লোকসভা বাদে তুরা থেকে ৮ বার সাংসদ হন। ১৯৮৮ থেকে ১৯৯০ পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন। গাঁধী পরিবারের বিরোধিতা করে ১৯৯৯ সালে কংগ্রেস থেকে বহিষ্কৃত হন পূর্ণ। তৈরি করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি। ২০১৩ সালে এনসিপি ছেড়ে ন্যাশনালিস্ট পিপল্স পার্টি তৈরি করেন।