জল্পনা চলছিল সপ্তাহখানেক ধরেই। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর ইফতার পার্টিতে নাকি আমন্ত্রণ জানানো হয়নি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে! কিন্তু, সোমবার রাতে খোদ রাহুলই ফোন করেন প্রণববাবুকে। এর পরেই প্রণববাবু জানিয়ে দেন, তিনি কংগ্রেসের ইফতারে যাচ্ছেন।
কংগ্রেস সূত্রে খবর, সোমবার রাতে কংগ্রেস সভাপতি ফোন করেন প্রণববাবুকে। রাহুলের ফোন পেয়ে প্রণব জানিয়ে দেন, তিনি ইফতারে যাচ্ছেন। এর আগে প্রণবকে কংগ্রেসের ইফতারে আমন্ত্রণ জানানো হয়নি বলে জল্পনা শুরু হয়েছিল। নাগপুরে আরএসএসের সভায় প্রাক্তন রাষ্ট্রপতির যাওয়া নিয়ে অনেকেই মনে করেছিলেন, কংগ্রেস তার ইফতারে আর প্রণবকে আমন্ত্রণ জানাবে না। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা সোমবার রাতে টুইট করে জানান, রাহুল গাঁধীর ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রণব মুখোপাধ্যায়কে। প্রাক্তন রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আসবেন বলে কথাও দিয়েছেন, দাবি সুরজেওয়ালার। একই সঙ্গে কংগ্রেস মুখপাত্রের কটাক্ষ, ‘আশা করি এর পর বিষয়টি নিয়ে অযথা জল্পনার অবসান ঘটবে।’
কংগ্রেসের সভাপতি হয়ে প্রথম বার ইফতারের আয়োজন করছেন রাহুল গাঁধী। বুধবার দিল্লির এক পাঁচতারা হোটেলে এই ইফতারের আয়োজন করা হয়েছে। কংগ্রেস সূত্রে খবর, দলের নেতা-নেত্রীদের ছাড়া ইফতারে আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী নেতা, বিদেশি রাষ্ট্রদূত, সব ধর্মের প্রতিনিধিদের। কিন্তু, তার পরই শুরু হয় নতুন করে বিতর্ক। খবর রটে যায়, সেই পার্টিতে নাকি আমন্ত্রণ জানানো হয়নি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে। কিন্তু, সব থেকে বেশি জল্পনা শুরু হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রসঙ্গে। বিশেষ করে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সভায় প্রণববাবুর যোগ দেওয়ার পর বিষয়টি নিয়ে জল্পনা আরও তীব্র হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন কংগ্রেস মুখপাত্র।
আরও পড়ুন: ‘দেশ চালাচ্ছেন মোদী-ভাগবত’, তীব্র আক্রমণ রাহুলের
ইন্দিরা গাঁধীর সময়ে শুরু হওয়া ইফতারের সংস্কৃতি সনিয়া গাঁধীও বজায় রেখেছিলেন। রাহুলের নেতৃত্বে এই প্রথম। রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে দিল্লিতে রাজনৈতিক নেতাদের ইফতারের সংস্কৃতিটাই প্রায় গায়েব হয়ে গিয়েছে। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্রপতি ভবনে যে ইফতার হত, এ বারে রামনাথ কোবিন্দ সেটিও বন্ধ করে দিয়েছেন। অন্য দিকে, ঐক্যের বার্তা দিতে ইফতারে মোদী-বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলিকেও আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস।
আরও পড়ুন: শিক্ষিত বাঙালির মন পেতে ভরসা প্রণবই
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy