প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে আপত্তি তোলেন চার বিচারপতি। বিচারপতি গগৈ জানান, লোয়া-মামলা নিয়েই তাঁরা আপত্তি তুলেছিলেন। কিন্তু সমস্যা মেটেনি। এর পরেই সওয়া ১২টায় বিচারপতি চেলমেশ্বর তাঁর তুঘলক রোডের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডাকেন। অন্য বিচারপতিদের কাছে এ খবর পৌঁছলে প্রায় সকলেই শুনানি মুলতুবি করে দেন। প্রধান বিচারপতিও বেলা ১২টায় শুনানি মুলতুবি করে টিভি-র সামনে বসে পড়েন। বিচারপতি লোয়া-র মৃত্যুরহস্য মামলার শুনানি অবশ্য তত ক্ষণে হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ‘এই গোলমালের সুযোগ রাজনীতিকরা নিলে বিপদ’
আইনজীবী দুষ্মন্ত দাভেও প্রধান বিচারপতির কাজকর্ম নিয়ে সংবাদপত্রে কলাম লিখেছেন। বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চে এর শুনানি নিয়ে তিনি তীব্র আপত্তি তোলেন। বলেন, বম্বে হাইকোর্ট যখন দেখছে, তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দরকার নেই। কিন্তু প্রধান বিচারপতি মহারাষ্ট্র সরকারকে নোটিস জারি করেন।
নজরে যাঁরা
প্রধান বিচারপতি দীপক মিশ্র
• গত বছর অগস্টে দায়িত্ব নিয়েছেন। প্রধান বিচারপতি হওয়ার ঠিক আগে তাঁর বিরুদ্ধে আইনজীবী থাকাকালীন তথ্য গোপন করে সরকারি জমি নেওয়ার অভিযোগ উঠেছিল।
বিচারপতি জাস্তি চেলামেশ্বর
• দ্বিতীয় প্রবীণতম বিচারপতি। তবে তিনি প্রধান বিচারপতি হতে পারবেন না। অনেক দিন ধরেই কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগ নিয়ে সরব। প্রাক্তন প্রধান বিচারপতি জে এস খেহরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, কলেজিয়ামের বৈঠকও নিয়মমাফিক হয় না। অসন্তোষের জন্য দীর্ঘদিন কলেজিয়ামের বৈঠকেও যোগ দেননি।
বিচারপতি রঞ্জন গগৈ
• অক্টোবরে প্রধান বিচারপতি হবেন। আদালত অবমাননার নোটিস জারি হওয়ায় এজলাসে চিৎকার করেছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। বিচারপতি গৈগ তাঁকে নিরাপত্তা রক্ষী দিয়ে বাইরে বার করে দেওয়ার নির্দেশ দেন।
বিচারপতি মদন বি লোকুর
• মৃদুভাষী, কিন্তু সরকারের বিরুদ্ধে কড়া রায় দিতে ইতস্তত করেন না।
বিচারপতি কুরিয়েন জোসেফ
• সুপ্রিম কোর্টের একমাত্র খ্রিস্টান বিচারপতি।
সাংবাদিক সম্মেলনের পরে গুজব ছড়ায় প্রধান বিচারপতিও মুখ খুলবেন। কিন্তু তা হয়নি। আইনজীবীরা বলছেন, গত কয়েক মাসে কিছু মামলা নির্দিষ্ট কিছু বিচারপতির এজলাসেই পাঠানো হচ্ছে। তা নিয়েই একাংশ বিচারপতি আপত্তি তোলেন। বিচারপতি চেলমেশ্বর জানিয়েছেন, দু’মাস আগে তাঁরা সাত পাতার চিঠি লেখেন প্রধান বিচারপতিকে। সেই চিঠিও আজ প্রকাশ করেন বিচারপতিরা।
তবে একে প্রধান বিচারপতির প্রতি পুরোপুরি অনাস্থা বলছেন না বিচারপতিরা। প্রধান বিচারপতির ‘ইমপিচমেন্ট’ নিয়ে তাঁদের জবাব, ‘‘এ বিষয়ে আমাদের কিছু করার নেই।’’