দুষ্টুমি করে বাবার কাছে মার খেয়েছিল বছর পনেরোর ছেলেটি। পাড়ার যে কাকিমা নালিশ জানিয়েছিলেন, প্রতিশোধ নিতে তাঁর শিশুসন্তানকে চুরি করে সে। তাকে ব্যাপক মারধর করে ৩০ ফুট উঁচু টিলা থেকে ছুড়ে ফেলে দেয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্য দিল্লির আনন্দ পর্বত এলাকায়। অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ।
গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়িতে খেলছিল বছর চারেকের শিশুটি। মা বাড়ির কাজ করছিলেন। হঠাৎ তিনি খেয়াল করেন ছেলে নেই! কোথাও খুঁজে পাননি ছেলেকে। শেষমেশ পুলিশের দ্বারস্থ হন। মহিলা জানান, ছেলেকে অপহরণ করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৩৭ (২) ধারায় অভিযোগ দায়ের হয়।
শিশুটির সন্ধান করতে গিয়ে এলাকার সিসিটিভি দেখে পুলিশ। সেখানে শিশুটিকে দেখতে পাওয়া যায়। দেখা যায় এক কিশোর তাকে নিয়ে পালাচ্ছে। পরে জানা যায়, ওই ছেলেটির পরিবার ওই এলাকারই বাসিন্দা। অপহৃত শিশুটির বাড়ির পাশে একটি বাড়িতে ভাড়া থাকে তারা।
দিন তিনেক খোঁজাখুঁজির পরে অপহৃত শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পায় পুলিশ। ধরা হয় ওই কিশোরকেও। অভিযোগ, শিশুটিকে বেধড়ক মারধর করে ৩০ ফুট উচ্চতা থেকে ফেলে দিয়েছিল সে। শিশুটির শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলছে তার।
আরও পড়ুন:
কিন্তু কেন এই কাণ্ড ঘটাল ১৫ বছরের প্রতিবেশী? পুলিশ জানতে পারে, কয়েক দিন আগে না-বলে বাড়িমালিকের বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিল ছেলেটি। তার পর বাইকটি একটি জায়গায় রেখে আড্ডা দিয়েছিল। বাড়ি ফেরে রাতে। কিন্তু বাইকের কথা বেমালুম ভুলে গিয়েছিল। ওই চার বছরের শিশুটির মা দেখেছিলেন, বাইক নিয়ে বেরিয়েছিল কিশোর। বাইকের খোঁজ শুরু হওয়ার পর তিনি বলেন যে ওই ছেলেটিকে তিনি বাইক নিয়ে বেরোতে দেখেছেন। বাইকের খোঁজ মেলে। ছেলেকে মারধর করেন বাবা।
এর পরেই ছেলেটির রাগ জন্মায় প্রতিবেশিনীর উপর। তাঁকে জব্দ করতে ৪ বছরের শিশুটিকে মারধর করে ফেলে দিয়েছিল সে। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ (১) ধারায় মামলা রুজু হয়েছে। ছেলেটিকে হাজির করানো হবে জুভেনাইল বোর্ডে।