অসহিষ্ণুতা? সেটা কি জিনিস?
যেন আকাশ থেকে পড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি!
রবিবার বিজেপি-র হেভিওয়েট নেতা জেটলির দাবি, ‘‘বাকস্বাধীনতায় যথেষ্টই বিশ্বাস রয়েছে বিজেপি-র। আমরা চাই, মানুষ যেন তাঁদের বাকস্বাধীনতার অধিকার না হারান। এটাও বিশ্বাস করি, জাতীয়তাবাদের সঙ্গে কোনও বিরোধ নেই বাকস্বাধীনতার।’’