এটিএমে টাকা তোলার দৈনিক সীমা বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। জানাল, ১ জানুয়ারি থেকে প্রতিদিন ডেবিট কার্ডে তোলা যাবে ৪,৫০০ টাকা পর্যন্ত। এখন যা ২,৫০০। তবে ব্যাঙ্ক ও এটিএম মিলিয়ে সপ্তাহে ২৪ হাজার টাকা পর্যন্ত তোলার যে সীমা বেঁধে দেওয়া হয়েছে, তা আপাতত একই রেখেছে তারা।
অন্য দিকে অচল নোট রাখা বা লেনদেনের অপরাধে জরিমানার শাস্তি দিতে মোদী সরকারের অর্ডিন্যান্সে সই করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অর্ডিন্যান্স অনুযায়ী, ৩১ মার্চের পরে কারও কাছে নির্দিষ্ট সংখ্যার বেশি অচল নোট থাকলে বা তা লেনদেনের চেষ্টা করলে জরিমানা হবে। ৩০ ডিসেম্বর পর্যন্ত যাঁরা বিদেশে ছিলেন, তাঁরাও ৩১ মার্চ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কে টাকা জমা দিতে পারবেন। অনাবাসী ভারতীয়রা ওই সুযোগ পাবেন ৩০ জুন পর্যন্ত। মাথা পিছু সেই ঊর্ধ্বসীমা ২৫ হাজার টাকা। রিজার্ভ ব্যাঙ্কে নোট জমার সময় ভুল তথ্য দিলে ৫০ হাজার টাকা বা জমা নোটের মূল্যের পাঁচ গুণের মধ্যে যে’টি বেশি, সেই পরিমাণ জরিমানা হবে।