বিশেষজ্ঞরা বলছেন, সে দিন দেশের আম জনতার প্রায় সবাই বিশ্বাস করেছিলেন, কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই বাজার থেকে আচমকা তুলে নেওয়া হচ্ছে চালু মুদ্রার ৮৬ শতাংশ। মানুষ বাহবা দিয়েছিলেন। কুর্নিশ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীকে, ক্ষমতার কুর্সিতে বসে এমন একটা বৈপ্লবিক কাণ্ড ঘটিয়ে ফেলার জন্য!
আরও পড়ুন- যে সাত উপায়ে ব্যাঙ্কেই সাদা হচ্ছে কালো টাকা
পরের দিন দেশের সব সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হল প্রধানমন্ত্রীর ছবি। তাঁকে বিস্তর কভারেজ দিল টেলিভিশন, সোশ্যাল মিডিয়া। দেশের সব ক’টি সংবাদমাধ্যমেই খবরের শিরোনাম হয়ে গেল— ‘কালো টাকার বিরুদ্ধে মরণপণ যুদ্ধে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী’। ‘পেটিএম’ কাগজে কাগজে পাতাজোড়া বিজ্ঞাপন দিয়ে পিঠ চাপড়ে দিল এই সরকারি সিদ্ধান্তের। আর ঘরে কালো টাকার বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়ে প্রধানমন্ত্রী চলে গেলেন জাপানে, সরকারি সফরে।
জাপান থেকে যখন দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, তত দিনে ইংরেজি কাগজ, টেলিভিশন চ্যানেলগুলোয় কালো টাকার বিরুদ্ধে ওই অভিযানের নামটা পুরোপুরি বদলে গিয়েছে। চালু হয়ে গেল ‘ডিমনিটাইজেশন’ শব্দটি। আর হিন্দি কাগজ, টেলিভিশন চ্যানেলে এন নতুন শব্দ— ‘নোটবন্দি’। দেশের সর্বত্র শুরু হয়ে গেল ‘নোট-রেশনিং’-এর ঢালাও কর্মযজ্ঞ।
‘যুদ্ধঘোষণা’ করে দিয়েই বিদেশে পাড়ি জমিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেশে ফেরার পর তো এ বার তা নিয়ে কিছু বলতেই হয় ‘জেনারেল’কে! বললেনও প্রধানমন্ত্রী। নভেম্বরের ১৩ থেকে ২৭ তারিখের মধ্যে ১৫ দিনে দেশের নানা প্রান্তে মোট ৬টি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর মধ্যে ছিল রেডিওয় তাঁর ‘মন কি বাত’ও।
বিশেষজ্ঞরা বলছেন, ‘‘বিদেশ-ফেরত প্রধানমন্ত্রীর সেই দু’সপ্তাহের দেশের বিভিন্ন প্রান্তে দেওয়া ভাষণের খুঁটিনাটি খতিয়ে দেখা যাচ্ছে, তাঁর ভাষণে কালো টাকার উল্লেখটা ক্রমশ কমতে শুরু করল! কোথায় কালো টাকা? প্রধানমন্ত্রীর ভাষণে উত্তরোত্তর ‘কালো টাকা’র উল্লেখ কমতে লাগল! ভ্যানিশ হয়ে যেতে লাগল, উল্লেখযোগ্য ভাবে! অথচ, এই প্রধানমন্ত্রীই তাঁর গত ৮ নভেম্বরের ভাষণে ‘ভুয়ো মুদ্রা’র চেয়ে ৪ গুণ বেশি বার উচ্চারণ করেছিলেন ‘কালো টাকা’ শব্দ দু’টি।’’
তাঁদের কথায়, ‘‘৮ নভেম্বর থেকে ২৭ নভেম্বর। এই ১৫ দিনে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণগুলি খতিয়ে দেখলে বোঝা যাবে, কী ভাবে কালো টাকার উল্লেখ উত্তরোত্তর কমে গিয়েছে তাঁর মুখে! বিস্ময়কর ভাবে! ওই সময় ‘ভুয়ো মুদ্রা’ কথাটি আর তাঁর ভাষণে বলেননি প্রধানমন্ত্রী মোদী। আর ওই পর্বে তাঁর দেওয়া ভাষণে ‘কালো টাকা’র উল্লেখের চেয়ে তিন গুণ বেশি বার প্রধানমন্ত্রী বলেছেন ‘ডিজিট্যাল/ক্যাশলেস অর্থনীতি’র কথা! অথচ, গত ৮ নভেম্বর যখন কালো টাকার বিরুদ্ধে ঢাকঢোল পিটিয়ে যুদ্ধ ঘোষণা করছেন প্রধানমন্ত্রী, তখন তাঁর ভাষণে এক বারের জন্যেও ‘ডিজিট্যাল/ক্যাশলেস অর্থনীতি’র উল্লেখ করেননি তিনি!’’
তা হলে কি ‘যুদ্ধ ঘোষণা’র ২০ দিনের মধ্যেই তাঁর ‘ফোকাস’টা বদলে ফেলেছিলেন প্রধানমন্ত্রী মোদী? নাকি, কোনটা ‘ফোকাস’ হবে, তা ঠিকঠাক ভাবে না বুঝেই শত্রু কালো টাকার বিরুদ্ধে লড়াইটা আচমকা শুরু করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী?
রাজনীতির অলিন্দে যাঁদের ঘোরাফেরা, তাঁরা বলছেন, ‘কালো টাকা’ শব্দ দু’টিকে বাজার থেকে হঠাৎ উধাও করে দিতে পর্দার পিছন থেকে ওই সময় দড়ি টানতে শুরু করেছিল তাঁর দল বিজেপি। আরও ভাল ভাবে বলতে হলে, আরএসএস বা গেরুয়া শিবির।
ফলে গত ৮ নভেম্বর দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে ‘ডিজিট্যাল/ক্যাশলেস অর্থনীতি’র উল্লেখ এক বারও না থাকলেও তাঁর গত ২৭ নভেম্বরের ভাষণে তাঁর উল্লেখ হঠাৎ করেই বেড়ে গিয়ে ৭৩ শতাংশে পৌঁছল!
‘ভুয়ো মুদ্রা’ শব্দ দু’টির উল্লেখ প্রধানমন্ত্রীর ৮ নভেম্বরের ভাষণে ছিল ২২ শতাংশ। আর গত ২৭ নভেম্বর দেওয়া তাঁর ভাষণে ‘ভুয়ো মুদ্রা’ শব্দ দু’টি পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল! বিশেষজ্ঞদের প্রশ্ন, প্রধানমন্ত্রী কি তা হলে নিজেও বিশ্বাস করেন না, সন্ত্রাসকে মদত দেওয়ার ক্ষেত্রে কী বিশাল ভূমিকা রয়েছে ‘ভুয়ো মুদ্রা’র?
শুধু তাই নয়, যাঁর বিরুদ্ধে এত ঢাকঢোল পিটিয়ে যুদ্ধঘোষণা করলেন প্রধানমন্ত্রী, সেই কালো টাকার উল্লেখ তাঁর ৮ নভেম্বরের ভাষণ (৮০ শতাংশ) থেকে ২০ দিনে (২৭ নভেম্বরের ভাষণ) কমে গিয়ে হল মাত্র ২৭ শতাংশ! তা হলে ‘ফোকাস’টা রইল কোথায়?
অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ‘‘আসলে কালো টাকার বিরুদ্ধে যুদ্ধটা লড়তে নামেননি প্রধানমন্ত্রী মোদী। দেশে ‘ক্যাশলেস অর্থনীতি’কে চাঙ্গা করে তুলতেই সাদা, কালো, সব চালু মুদ্রার বিরুদ্ধেই যুদ্ধঘোষণা করে বসেছেন তিনি!’’
তা হলে কি কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জেহাদ ঘোষণাটা আদতে দেশে জোরালো ভাবে ক্যাশলেস অর্থনীতি কায়েমের লড়াই হয়ে গেল?