Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৩
Hum Dekhenge

সোনমের উদ্যোগে মিলে মিশে এক হয়ে গেলেন রবীন্দ্রনাথ ও ফৈজ আহমেদ ফৈজ

এই দুই শক্তিশালী কবিতা এ বার মিলে মিশে একাকার হয়ে গেল। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই দেশ-বিদেশের কবিতা প্রেমীরা প্রশংসায় ভাসাচ্ছেন সুফি গায়িকা সোনম কালরার উদ্যোগকে।

রবীন্দ্রনাথ ঠাকুর ও ফৈজ আহমেদ ফৈজকে মিলিয়ে দিলেন সোনম কালরা। ছবি টুইটার থেকে নেওয়া।

রবীন্দ্রনাথ ঠাকুর ও ফৈজ আহমেদ ফৈজকে মিলিয়ে দিলেন সোনম কালরা। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১২:০৮
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারা দেশ জুড়ে উচ্চারিত হচ্ছে, পাকিস্তানি কবি ফৈজ আহমেদ ফৈজ-এর প্রতিষ্ঠান বিরোধী কবিতা ‘হম দেখেঙ্গে’। এর আগেও বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে পুরোধা ব্যক্তিদের কণ্ঠে শোনা যেত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্ত যেথা ভয় শূন্য’ বা ‘হোয়ার মাইন্ড ইজ উইদাউট ফিয়ার’।

এই দুই শক্তিশালী কবিতা এ বার মিলে মিশে একাকার হয়ে গেল। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই দেশ-বিদেশের কবিতা প্রেমীরা প্রশংসায় ভাসাচ্ছেন সুফি গায়িকা সোনম কালরার উদ্যোগকে।

সুফি গায়িকা ও সঙ্গীতস্রষ্টা সোনম কালরার ইউটিউব চ্যানেলে সম্প্রতি আপলোড করা হয়েছে এই গান-কবিতার মিশ্রণের ভিডিয়ো। সেথানে দেখা যাচ্ছে ফৈজ আহমেদের ‘হম দেখেঙ্গে’ গাইছেন সোনম। আর সেই গানের মধ্যেই ‘হোয়ার মাইন্ড ইজ উইদাউট ফিয়ার’ সুরেলা ভঙ্গিতে আবৃত্তি করছেন সুনীল মেহরা। তাঁদের এই সৃষ্টি নতুন মাত্রা দিয়েছে দুই জনপ্রিয় কবিতাকে। দেখুন সেই ভিডিয়ো—

এই ভিডিয়োতে সঙ্গীত পরিচালনা করেছেন মণীশ সাহরিয়া। সিনেম্যাটোগ্রাফি করেছেন ইন্নি সিংহ। সিএএ-এনআরসি বিরোধিতার আবহে এই ভিডিয়োটির প্রশংসা করছেন নেটিজেনরা। এই গান শুনে কেউ বলেছেন, ‘‘আত্মার টনিক’’। কেউ বলেছেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুর + ফৈজ আহমেদ ফৈজ= ভালবাসা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE