Advertisement
E-Paper

অনলাইনেই গ্যাস সংযোগ

নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে এখনও পর্যন্ত ২৫ লক্ষ মানুষ রান্নার গ্যাসে ভর্তুকি ছেড়ে দিয়েছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবি, তার বদলে দারিদ্রসীমার নীচে বসবাসকারী ২২ লক্ষ পরিবারে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ০২:১৭

নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে এখনও পর্যন্ত ২৫ লক্ষ মানুষ রান্নার গ্যাসে ভর্তুকি ছেড়ে দিয়েছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবি, তার বদলে দারিদ্রসীমার নীচে বসবাসকারী ২২ লক্ষ পরিবারে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে।

পাশাপাশি আজ দিল্লি, কলকাতা-সহ ১৩টি শহরে অনলাইনে রান্নার গ্যাসের সংযোগের জন্য আবেদন করার ব্যবস্থা ‘সহজ’ চালু করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। এই ব্যবস্থায় অনলাইনেই ফর্ম পূরণ করে, পরিচয় ও ঠিকানার প্রমাণপত্রের কপি আপলোড করে দেওয়া যাবে। একই নামে, একই ঠিকানায় অন্য সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার পরে আবেদনকারীকে টাকা জমা দিতে বলা হবে। অনলাইনেই স্টোভ বা অন্য সরঞ্জাম বেছে নেওয়ার সুযোগ থাকবে। ডিস্ট্রিবিউটররা বেশি টাকা আদায় করতে পারবেন না। অনলাইনে অথবা ডিস্ট্রিবিউটরের কাছে নগদে টাকা জমা দেওয়া যাবে। এর পর বাড়িতে সিলিন্ডার চলে এলে আসল নথি দেখালেই চলবে। বাড়ি বা অফিসের কাছে কোথায় ডিস্ট্রিবিউটরের দফতর রয়েছে, তা-ও ম্যাপে দেখে নেওয়া যাবে। গোটা দেশেই খুব শীঘ্র এই ব্যবস্থা চালু হবে।

sahaj sahaj system online gas form gas connection gas subsidy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy