পুর্ণতা পেল আট বছরের সম্পর্ক। পবিরার ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে প্রেমিক অভয় ড্যাংকে বিয়ে করলেন বাঙালি যুবক সুপ্রিয় চক্রবর্তী। গত শনিবার হায়দরাবাদে তাঁদের চারহাত এক হল। প্রথমে আংটিবদল পরে বাঙালি এবং পঞ্জাবি বিয়ের রীতি মেনে গায়ে হলুদ, মেহন্দি এবং সঙ্গীত হয়।
বাংলার ছেলে ৩১ বছরের সুপ্রিয়র সঙ্গে একটি ডেটিং অ্যাপে পরিচয় হয় পঞ্জাবি পরিবারের ছেলে বছর চৌত্রিশের অভয়ের। এক মাস পর তাঁর মায়ের সঙ্গে অভয়ের দেখা করিয়ে দেন সুপ্রিয়। প্রথম দিকে ছেলের এই সম্পর্ক মেনে নিতে একটু অস্বস্তিতে পড়েন তাঁর মা। কিন্তু, ছেলের সুখের কথা ভেবে শেষে তা মেনে নেন। দুই পরিবারের মত নিয়ে অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
নেটমাধ্যমে বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন সুপ্রিয়। তাতে কোনওটায় দেখা যাচ্ছে দু’জনে টোপর পরে রয়েছেন। কোনওটায় আবার সুপ্রিয়র মাকে নাড়ু বানাতে দেখা যাচ্ছে।