জাতীয় সড়কের পাশে বাজার তৈরির অনুমতি দিতে রাজি নয় সাধারণ মানুষ। কিন্তু গোপালজি মার্কেটের পেছনে বাজার সরিয়ে নেওয়ার প্রস্তাবে খুশি নন করিমগঞ্জ সন্তরবাজারের ব্যবসায়ীরা। সন্তরবাজারের উন্নয়নে কেন্দ্রীয় সরকার দু’বছর আগে ৫৬ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। সন্তরবাজারে নতুন প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি বাজারের দোকানদারদের জাতীয় সড়কের পাশে পুনর্বাসন দেওয়ার কাজ শুরু হয়। জাতীয় সড়কের পাশে বাজার তৈরি করা হলে যাতায়াতে সমস্যা হতে পারে আশঙ্কা করে প্রবল আপত্তি তোলে বিজেপি। তার জেরে আজ নাগরিক সভা ডেকেছিল পুরসভা। ওই সভায় বাজারের দোকানদারদের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, স্থানীয় বাসিন্দারা হাজির ছিলেন। এলাকার বাসিন্দারা জাতীয় সড়কের পাশে বাজার তৈরির বিরোধিতা করেন। সে দিকে তাকিয়ে গোপালজি মার্কেটে বাজার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।