Advertisement
২৬ এপ্রিল ২০২৪

স্বাধীনতা দিবসে গুগ্‌লে এ বার গাঁধীজির ডান্ডি অভিযান

১২ মার্চ ১৯৩০। ব্রিটিশ সরকারের লবণ আইনের প্রতিবাদে আমদাবাদের কাছে সবরমতী আশ্রম থেকে সমুদ্রের পাড়ের ছোট্ট গ্রাম ডান্ডির উদ্দেশে রওনা দিলেন মোহনদাস কর্মচন্দ গাঁধী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ১৭:০২
Share: Save:

১২ মার্চ ১৯৩০। ব্রিটিশ সরকারের লবণ আইনের প্রতিবাদে আমদাবাদের কাছে সবরমতী আশ্রম থেকে সমুদ্রের পাড়ের ছোট্ট গ্রাম ডান্ডির উদ্দেশে রওনা দিলেন মোহনদাস কর্মচন্দ গাঁধী। ২৪ দিন ধরে পায়ে হেঁটে ৩৮৬ কিলোমিটার রাস্তা পেরিয়ে আইন ভেঙে লবণ তৈরি করলেন তিনি। একই সঙ্গে তৈরি হল ইতিহাস। দেশের ৬৯তম স্বাধীনতা দিবসে গাঁধীজির সেই বিখ্যাত ডান্ডি অভিযানকে সম্মান জানিয়ে ডুডল তৈরি করল গুগল।

গুগ্‌লের তরফে জানানো হয়েছে, “যাঁদের অক্লান্ত পরিশ্রমে ভারত স্বাধীনতা লাভ করেছে, এই ডুডলের মাধ্যমে গুগ্‌ল তাঁদের সম্মান জানায়। যে অহিংস পদ্ধতিতে অসহযোগ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই পথকেও সম্মান জানায় গুগল। ২৪ দিনের এই অভিযান সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। পরবর্তী কালে মার্টিন লুথার কিঙ্গের মতো মানুষকে যা প্রভাবিত করেছিল।”

এই নিয়ে দ্বিতীয় বার মহাত্মা গাঁধীকে সম্মান জানালো গুগ্‌ল। এর আগে গত অক্টোবরে মহাত্মার ১৪০তম জন্মদিনে তাঁর সম্মানে ডুডল বানিয়েছিল গুগ্‌ল। ভারতের স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে ডুডল তৈরির কাজ গুগল শুরু করে ২০০৩ সালে থেকে। সে বার ডুডলের থিম ছিল ভারতের তেরঙা পতাকা। দু’বছর পর প্রায় একই থিম রেখেছিল তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE