Advertisement
১৯ মে ২০২৪
Madhya Pradesh

গুগলের আধিকারিককে ডেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা! রাজি না হলে ফাঁসানোর হুমকি

সুজাতাকে গণেশের পাশে দাঁড় করিয়ে দু’জনের কিছু ছবি তোলানো হয়। গণেশের অভিযোগ, তার পরই তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকা দাবি করা হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১২:২৯
Share: Save:

গুগলের এক আধিকারিককে ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করার অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। গুগলের ম্যানেজার হিসাবে বেঙ্গালুরুতে কর্মরত গণেশ শঙ্করের অভিযোগ, তাঁর এক পরিচিত তাঁকে ভোপালে ডেকে পাঠিয়ে বিয়ে করার জন্য চাপ দেয়। তিনি রাজি না হওয়ায় তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও করা হয়।

পুলিশে এই মর্মে অভিযোগ দায়ের করে গণেশ জানান, ভোপালের কমলা নগর থানা এলাকার বাসিন্দা সুজাতার সঙ্গে সমাজমাধ্যমে তাঁর আলাপ। সুজাতা গণেশকে জানিয়েছিলেন, তিনি আইআইএম শিলং-এ এমবিএ পড়ছেন। ক্রমে তাঁদের সম্পর্ক আরও নিবিড় হয়। সুজাতা তাঁকে কাউকে কিছু না জানিয়েই ভোপালে তাঁর বাড়িতে আসার অনুরোধ জানান। কিন্তু সেখানে পৌঁছে গণেশের সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা হয়।

সুজাতা এবং তাঁর পরিবার গণেশকে বিয়ে করার জন্য জোরাজুরি শুরু করে। সুজাতাকে গণেশের পাশে দাঁড় করিয়ে দু’জনের কিছু ছবি তোলানো হয়। গণেশের অভিযোগ, তার পরই তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকা দাবি করা হয়। তিনি বিয়ে করতে এবং টাকা দিতে অসম্মত হলে তাঁকে মিথ্যা অভিযোগে জেল খাটানোর হুমকিও দেওয়া হয়।

কমলা নগর থানার তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে সুজাতা-সহ চার জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সুজাতা, তাঁর বাবা কমলেশ সিংহ, তাঁর ভাই শৈবেশ সিংহ এবং তাঁর জামাইবাবু বিজেন্দ্র কুমার। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের গ্রেফতার করার জন্য চেষ্টা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhya Pradesh Google Marriage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE