Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আধার ছাড়াও এ বার ভর্তুকি রান্নার গ্যাসে

আধার নম্বর জমা দেওয়ার রাস্তা রইলই। সেই সঙ্গে রান্নার গ্যাসের ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে দ্বিতীয় পথও খুলে দিল কেন্দ্র। মোদী-সরকারের নির্দেশিকা অনুযায়ী, সরাসরি ভর্তুকি হাতে পাওয়ার সুবিধা এখন মিলবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের ভিত্তিতেও। আগামিকাল, শনিবার থেকে ৫৪টি জেলায় এই ব্যবস্থা চালু হচ্ছে। পশ্চিমবঙ্গ-সহ বাকি রাজ্যগুলিতে তা চালু হবে ১ জানুয়ারি থেকে।

দেবপ্রিয় সেনগুপ্ত
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৪ ০৩:০০
Share: Save:

আধার নম্বর জমা দেওয়ার রাস্তা রইলই। সেই সঙ্গে রান্নার গ্যাসের ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে দ্বিতীয় পথও খুলে দিল কেন্দ্র। মোদী-সরকারের নির্দেশিকা অনুযায়ী, সরাসরি ভর্তুকি হাতে পাওয়ার সুবিধা এখন মিলবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের ভিত্তিতেও। আগামিকাল, শনিবার থেকে ৫৪টি জেলায় এই ব্যবস্থা চালু হচ্ছে। পশ্চিমবঙ্গ-সহ বাকি রাজ্যগুলিতে তা চালু হবে ১ জানুয়ারি থেকে।

আধার নম্বরের ভিত্তিতে গ্যাসের ভর্তুকি সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রকল্প ওই ৫৪টি জেলায় চালু করেছিল মনমোহন-সরকার। কিন্তু সকলের আধার নম্বর না হওয়ায় এবং এ নিয়ে মামলার জেরে তা স্থগিত হয়ে যায়। ফের সেই ব্যবস্থা চালু করছে কেন্দ্র। তেল সংস্থাগুলির আশা, এ বার অ্যাকাউন্টের ভিত্তিতে ভর্তুকি হস্তান্তর চালু হলে আগের মতো সমস্যার সম্ভাবনা কম।

ভর্তুকির টাকা সরাসরি অ্যাকাউন্টে পেতে গ্রাহকদের কী করতে হবে, সাইটে তা স্পষ্ট করেছে তেল মন্ত্রকই। তেল সংস্থাগুলি আরও যা জানাচ্ছে, তার নির্যাসএক, যাঁরা গ্যাসের ডিলার ও ব্যাঙ্কে আধার নম্বর ও অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন এবং আগে ভর্তুকি সরাসরি পেয়েছেন, তাঁরা অ্যাকাউন্ট চালু থাকলেই তা পাবেন। দুই, যাঁরা আধার নম্বর পেয়েছেন কিন্তু আগে তা ডিলার ও ব্যাঙ্কে জমা দেননি, তাঁরা চাইলে এখন তা করতে পারেন। সে ক্ষেত্রে আগের মতোই দু’টি আবেদনপত্র (ফর্ম-১ ও ফর্ম-২) পূরণ করে আলাদা ভাবে গ্যাসের ডিলার ও অ্যাকউন্ট থাকা ব্যাঙ্কে জমা দিতে হবে। তিন, শুধু অ্যাকাউন্ট থাকলেও এ বার সরাসরি ভর্তুকি মিলবে। সে ক্ষেত্রে হয় ফর্ম-৩ পূরণ করে ব্যাঙ্কে জমা দিতে হবে, নইলে ডিলারের কাছে দিতে হবে ফর্ম-৪। তথ্য সঠিক থাকলে গ্রাহক সরাসরি অ্যাকাউন্টে ভর্তুকি পাবেন।

ডিলারদের কাছে শীঘ্রই ফর্ম-৩ মিলবে বলে তেল সংস্থাগুলি জানিয়েছে। ব্যাঙ্কে কবে থেকে ফর্ম-৪ মিলবে তা সেখানে গিয়ে জানা যাবে। তবে তেল সংস্থাগুলির মতে, আধার নম্বর পেলে, তা দিয়ে সরাসরি ভর্তুকির আবেদন করা উচিত। এর কারণ মূলত দু’টিএক, কেউ এখন শুধু অ্যাকাউন্টের তথ্য দিলে, তাঁকে আবেদনপত্রে মুচলেকা দিতে হবে যে, তাঁর আধার নম্বর নেই। ফলে সেই নম্বর থাকলেও তা না-দিলে পরে প্রশ্ন উঠতে পারে। দুই, আগামী দিনে সকলের আধার নম্বর হয়ে গেলে তা দেওয়া বাধ্যতামূলক হতে পারে। এখনই তা দেওয়া থাকলে নতুন করে তা জমা করার ঝক্কি আর থাকবে না।

ডিলার ও ব্যাঙ্কে তথ্য নথিভুক্ত হলে সংশ্লিষ্ট গ্রাহক গ্যাস বুক করলে, এককালীন আগাম অর্থ (অ্যাডভান্স) তাঁর অ্যাকাউন্টে আসবে। আগে এই আগাম ছিল ৪৩৫ টাকা। গ্রাহককে ভর্তুকির কোটার (বর্তমানে একটি অর্থবর্ষে যা ১২টি) সিলিন্ডারও প্রথমে বাজারদরে কিনতে হবে। পরে ভর্তুকি অ্যাকাউন্টে আসবে আগের নিয়মেই।

যাঁরা আগে আধার নম্বর নথিভুক্ত করিয়ে আগাম অর্থ পেয়েছেন, তাঁরা নতুন করে তা পাবেন না। তবে এ বার যাঁরা আধার নম্বর বা অ্যাকাউন্ট নথিভুক্ত করাবেন তাঁদের ক্ষেত্রে আগাম অর্থ একই থাকবে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় তেল সংস্থাগুলি।

কিন্তু ১ জানুয়ারি থেকে দেশ জুড়ে নয়া ব্যবস্থা চালুর পরও যদি কারও অ্যাকাউন্ট নম্বর না থাকে? তেল সংস্থাগুলি জানিয়েছে, আধার নম্বর ও অ্যাকাউন্ট না-থাকলে, ৩১ মার্চ পর্যন্ত ভর্তুকির কোটায় প্রাপ্য সিলিন্ডার এখনকার মতো ভর্তুকিযুক্ত দামেই (কলকাতায় যা এখন ৪১৯ টাকা) পাবেন গ্রাহক। তাঁকে বেশি টাকা দিয়ে বাজারদরে কিনতে হবে না। কিন্তু ১ এপ্রিল থেকে সকলকে তা প্রথমে বাজারদরেই কিনতে হবে।

আধার নম্বর ও অ্যাকাউন্ট না-থাকা গ্রাহক যদি ১ এপ্রিলের পরে এক বা একাধিক ভর্তুকির সিলিন্ডার কেনেন, তা হলে তাঁকে তা বাজারদরেই কিনতে হবে। তার পর তিনি আধার নম্বর বা অ্যাকাউন্টের তথ্য ডিলার, ব্যাঙ্ককে ৩০ জুনের মধ্যে জানালে মাঝের সময়ে কেনা সিলিন্ডারের ভর্তুকি পাবেন। তবে এখনও যা সিদ্ধান্ত, ৩০ জুনের মধ্যে তথ্য জমা না-দিলে, ওই সব সিলিন্ডারের ভর্তুকি মিলবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE