Advertisement
২৪ এপ্রিল ২০২৪

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রাঁচি

রাঁচির ডোরান্ডায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়াল শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কাল রাতে ডোরান্ডায় দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়।

সংঘর্ষ থামাতে সক্রিয় পুলিশ। শনিবার। ছবি: পার্থ চক্রবর্তী।

সংঘর্ষ থামাতে সক্রিয় পুলিশ। শনিবার। ছবি: পার্থ চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৫
Share: Save:

রাঁচির ডোরান্ডায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়াল শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কাল রাতে ডোরান্ডায় দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। গোলমালের খবর ছড়িয়ে পড়তে শহরের অন্য কয়েকটি জায়গাতেও উত্তেজনা ছড়ায়। রাতেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাস্তায় নামে। কিন্তু পরিস্থিতি এখনও পুরো নিয়ন্ত্রণে আসেনি। রাতের ঘটনার প্রভাব পড়ে আজ সকালেও। সকালেই শহরের যানবাহন, দোকানপাট সব বন্ধ হয়ে যায়। শহর কার্যত বন্‌ধের চেহারা নেয়। অভিযোগ দুপুরে রাঁচির হিমুতে গুলিও চলে। একজন জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাস্তার প্রতিটি মোড়ে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। উত্তেজনা যাতে না বাড়ে তা তদারক করতে হিমুতে আসেন মুখ্যমন্ত্রী রঘুবর দাসও। মুখ্যমন্ত্রী শহরে শান্তি বজায় রাখার আর্জি জানান। রাঁচির এসএসপি প্রভাত কুমার বলেন, ‘‘গত কালের ঘটনায় ১০০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’’ রাঁচির ডেপুটি কমিশনার মনোজ কুমার বলেন, ‘‘শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Group clash Ranchi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE