Advertisement
E-Paper

কংগ্রেসকেই সমর্থন গুজরাতের ভোটে, স্পষ্ট ইঙ্গিত হার্দিক পটেলের

এনডিটিভি-কে হার্দিক পটেল বলেছেন, ‘‘আমার সম্প্রদায়ের মানুষকে আমি বলছি, এ বার বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ২২:১২
বিজেপিকে ক্ষমতাচ্যুত করুন— পতিদার সম্প্রদায়ের কাছে আহ্বান হার্দিকের। ছবি:পিটিআই

বিজেপিকে ক্ষমতাচ্যুত করুন— পতিদার সম্প্রদায়ের কাছে আহ্বান হার্দিকের। ছবি:পিটিআই

গুজরাত বিধানসভা নির্বাচনে সমর্থন কংগ্রেসকেই। বুঝিয়ে দিলেন হার্দিক পটেল। পতিদার সংরক্ষণ আন্দোলনের তরুণ নেতা হার্দিকের আহ্বান, আসন্ন নির্বাচনে বিজেপি-কে গুজরাতের মসনদ থেকে হঠানোর লক্ষ্য নিয়ে ভোট দিক পতিদার সম্প্রদায়। কংগ্রেসকেই ভোট দিন— এমন কথা সরাসরি বলেননি হার্দিক। কিন্তু তাঁর স্পষ্ট বার্তা— যে দলকে ভোট দিলে বিজেপি হঠানো সম্ভব, পতিদাররা এ বার সেই দলকেই ভোট দেবেন।

শিক্ষায় এবং চাকরিতে পটেল বা পতিদার সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণের দাবিতে হার্দিক পটেল বেশ কয়েক বছর ধরেই বড়সড় আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। গুজরাতে পটেলরা বরাবরই বিজেপির নিজস্ব ভোটব্যাঙ্ক হিসেবে পরিচিত। কিন্তু সংরক্ষণের দাবি বিজেপি পূরণ করতে পারেনি। ফলে গুজরাতের শাসকদের সঙ্গে হার্দিক পটেলের সঙ্ঘাত দিন দিন বেড়েছে বই কমেনি।

আরও পড়ুন: রাজীব থেকে অটল, মনমোহন থেকে মোদী: মমতার চোখে

হার্দিকের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হতে চলেছে বলে জোর জল্পনা শুরু হয়েছিল কিছু দিন আগে থেকেই। কিন্তু কোনও পক্ষই তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেনি। কংগ্রেস ক্ষমতায় এলে পতিদার সম্প্রদায়কে ওবিসি শ্রেণির অন্তর্ভুক্ত করে তাঁদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করবে— এ কথা ঘোষণা করুক কংগ্রেস, চেয়েছিলেন হার্দিক। কিন্তু সংরক্ষণের বিষয়ে এখনই আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করতে কংগ্রেস রাজি হয়নি। তা নিয়েই দু’পক্ষে টানাপড়েন চলছিল। হার্দিক পটেলই সে টানাপড়েনে ইতি টেনে দেওয়া চেষ্টা করলেন। তাঁর অনুগামীরা যে এ বারের নির্বাচনে বিজেপির বিরুদ্ধেই ভোট দেবে, সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন।

আরও পড়ুন: বক্তৃতার ব্যাটিং গড়ে সকলকে পিছনে ফেলে দিয়েছেন মোদী

এনডিটিভি-কে হার্দিক পটেল বলেছেন, ‘‘আমার সম্প্রদায়ের মানুষকে আমি বলছি, এ বার বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে। ... গোটা সম্প্রদায় এখন সরাসরি বিজেপির পতন চাইছে।’’

বিজেপির পতন চাইছেন মানে কি কংগ্রেসকেই ভোট দিতে বলছেন? প্রশ্ন উঠছে স্বাভাবিক ভাবেই। হার্দিকের স্পষ্ট জবাব, ‘‘মানুষ যথেষ্ট বুদ্ধিমান। যখন আমি তাঁদের বলছি যে, ভোটে বিজেপিকে হারাতে হবে, তখন তাঁরা জানেন যে ভোটটা কাকে দিতে হবে।’’

Gujarat Assembly Election 2017 Hardik Patel Patidar BJP Congress হার্দিক পটেল গুজরাত কংগ্রেস বিজেপি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy