টানা দু’দিন প্রবল বৃষ্টি। বন্যায় বিপর্যস্ত রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে খবর মিলল, বন্যায় বিচ্ছিন্ন একটি গ্রামে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক প্রসূতি। বিকাল সাড়ে ৪টে নাগাদ এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উড়ল বায়ুসেনার হেলিকপ্টার। সদ্যোজাত যমজ সন্তান-সহ মা-কে উদ্ধার করে জওয়ানরা পৌঁছে দিলেন হাসপাতালে। ইতিমধ্যেই খবর এল, অসুস্থ হয়ে পড়েছেন আরও এক সন্তানসম্ভবা। দ্রুত ওই এলাকায় পৌঁছে তাঁকেও উদ্ধার করেন সেনা জওয়ানরা। দু’টি ঘটনাই ঘটেছে রবিবার, গুজরাতের মাত্রা গ্রামে।
প্রবল বৃষ্টিতে গুজরাতের রাজকোট জেলার ভিনাচিয়ার নানা মাত্রা গ্রামের সঙ্গে অন্য এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেনার মুখপাত্র অভিষেক মতিমান প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রবিবার বিকাল সাড়ে ৪টে নাগাদ খবর আসে ওই এলাকার এক প্রসূতির অবস্থা গুরুতর। সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধার করতে জামনগর থেকে একটি চেতক হেলিকপ্টার পাঠানো হয়। যখন হেলিকপ্টার তাঁদের উদ্ধার করতে যাচ্ছে, সেই সময়ই জেলা প্রশাসনের তরফে খবর পান, অসুস্থ হয়ে পড়েছেন আরও এক সন্তানসম্ভবা। এবং যতটা দ্রুত সম্ভব তাঁর চিকিৎসা শুরু করা প্রয়োজন।
আরও পড়ুন: অতিবর্ষণে ঘোর বিপদের আশঙ্কা