Advertisement
০৪ জুন ২০২৪

গুলবার্গ হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রীকে রেহাই 

বিচারপতি সনিয়া গোকানি গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ মেনে নেননি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সং‌বাদ সংস্থা 
অমদাবাদ শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৭ ০৩:৪৮
Share: Save:

ফের রেহাই নরেন্দ্র মোদীর।

২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি, গোধরার ঘটনার পর দিনই গুলবার্গ সোসাইটিতে হামলা হয়। কংগ্রেসের নেতা এহসান জাফরি-সহ ৬৮ জনের মৃত্যু হয়। প্রয়াত কংগ্রেস নেতার স্ত্রী জাকিয়া জাফরি এই ঘটনার পরে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মোদী-সহ কয়েক জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনেন তিনি। কিন্তু ২০১২ সালে এই ঘটনার তদন্তে গঠিত সিট মোদীকে নির্দোষ আখ্যা দিয়ে রিপোর্ট পেশ করে। মূলত তার ভিত্তিতেই এক বছর পরে, ২০১৩ সালেই নিম্ন আদালত জাকিয়ার আর্জি খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে এসেছিলেন জাকিয়া। আজ গুজরাত হাইকোর্ট মোদীর বিরুদ্ধে জাকিয়ার সেই আবেদনও খারিজ করে দিল।

আরও পড়ুন: জেরার জন্য খোঁজ দোভাষীর

বিচারপতি সনিয়া গোকানি গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ মেনে নেননি। যুক্তি দিয়েছেন, সুপ্রিম কোর্ট এই অভিযোগ খারিজ করে দিয়েছে। তিনি বলেন, ‘‘সঞ্জয় ভাট মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের প্রশ্ন নিয়ে আলোচনা করেছে সুপ্রিম কোর্ট। অভিযোগ খারিজও করে দিয়েছে শীর্ষ আদালত। ফলে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগকে আমিও খারিজ করে দিচ্ছি।’’ যদিও বিচারপতি জানান, আবেদনকারী প্রয়োজনে ঘটনার আরও তদন্ত চেয়ে উচ্চতর আদালতে আবেদন করতে পারেন। কারণ, ‘‘গুলবার্গ মামলায় আরও তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে তাঁর সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে বলে ম্যাজিস্ট্রেট যে কথা বলেছেন, তা সঠিক নয়’’ মত হাইকোর্টের। সমাজকর্মী তিস্তা শেতলাবাদের স্বেচ্ছাসেবী সংস্থা সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস মোদীকে নির্দোষ আখ্যা দিয়ে ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল। কিন্তু আজ তাঁদের সেই প্রয়াসও ধাক্কা খেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE