গুজরাতের স্কুলে খুন। দশম শ্রেণির পড়ুয়াকে কুপিয়ে হত্যা করল অষ্টম শ্রেণির ছাত্র। এই খবর ছড়িয়ে পড়তেই স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। চলল ভাঙচুরও।
অহমদাবাদের খোকরা এলাকার একটি স্কুলে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। অষ্টম ও দশম শ্রেণির ওই দুই পড়ুয়া নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছিল। ধীরে ধীরে তা হাতাহাতিতে গড়ায়। সেই সময়েই দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে খুন করে অষ্টম শ্রেণির পড়ুয়া। ওই ঘটনার পর জখম ছাত্রকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। স্কুলের প্রিন্সিপাল এবং স্কুলকর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। দাবি, পুলিশের সামনেই তাণ্ডব চলেছে চলেছে স্কুলে। স্কুলের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি, মোটরবাইক, বাসেও ভাঙচুর চালানো হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরাট পুলিশবাহিনী পৌঁছোয় ঘটনাস্থলে। স্কুলের প্রিন্সিপাল এবং স্কুলকর্মীদের উদ্ধার করতে গিয়ে লাঠিচার্জও করে তারা। এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।