Advertisement
E-Paper

এ বার ব্ল্যাকবোর্ডে ভুল বানান লিখে হাসির খোরাক হলেন গুজরাতের সেই মন্ত্রী

মন্ত্রীমশাই স্কুলে গেলেন। ক্লাসরুমে ঢুকেই চকটা হাতে তুলে নিলেন। ছাত্র-ছাত্রীরা তখন ভেবেই অস্থির কী না পরীক্ষা নিতে শুরু করবে এখনি! সবাই যারপরনাই প্রস্তুত। মন্ত্রীমশাই ছাত্রদের দিকে একবার তাকিয়েই ব্ল্যাকবোর্ডে কিছু একটা লিখতে শুরু করলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৬ ২২:০৫

মন্ত্রীমশাই স্কুলে গেলেন। ক্লাসরুমে ঢুকেই চকটা হাতে তুলে নিলেন। ছাত্র-ছাত্রীরা তখন ভেবেই অস্থির কী না পরীক্ষা নিতে শুরু করবে এখনি! সবাই যারপরনাই প্রস্তুত। মন্ত্রীমশাই ছাত্রদের দিকে একবার তাকিয়েই ব্ল্যাকবোর্ডে কিছু একটা লিখতে শুরু করলেন। কী লিখছেন মন্ত্রীমশাই? উত্সুক চোখগুলো সে দিকে ঘোরাফেরা করতে শুরু করল। মন্ত্রীমশাই লিখলেন হাতিকে ইংরাজিতে কী বলে! ইংরাজির বড় অক্ষরে ব্ল্যাকবোর্ডে খসখস করে লিখেও ফেললেন।

কী লিখলেন তিনি?

ই-এল-ই-পি-এইচ-ই-এ-এন-টি। অর্থাত্ সঠিক ভাবে উচ্চারণ করলে দাঁড়ায় এলিফেন্ট। সেই ভুলটা সদর্পে বলেও গেলেন।

কে এই মন্ত্রীমশাই?

গুজরাতের স্বাস্থ্য, নগরোন্নয়ন এবং পরিবহণ মন্ত্রী শঙ্কর চৌধুরী। তিনি একজন বিজেপি নেতা। দিশার একটি সরকারি স্কুলে পরিদর্শনে গিয়েছিলেন ওই বিজেপি নেতা তথা মন্ত্রী শঙ্কর চৌধুরী। মন্ত্রীমশাইয়ের এই ভুল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে যায়। সামাল দিতে তড়িঘড়ি দল থেকে এর ব্যাখ্যাও গেওয়া হয়। বলা হয়, মন্ত্রী ছাত্রদের বোঝাতে চেষ্টা করছিলেন কী ভাবে বিভিন্ন শব্দের উচ্চারণ ও বানান আলাদা আলাদা হয়। তবে মন্ত্রী কোনও ভুল করেননি সেটাও বোঝানো হয় দলের তরফ থেকে।

শঙ্কর চৌধুরী, এমবিএ ডিগ্রিধারী। কিন্তু তাঁর এই ডিগ্রি ভুয়ো বলে মামলা করে একজন। তাঁকে আদালতেও যেতে হয়। এই সেই শঙ্কর চৌধুরী যিনি বিধানসভার অধিবেশন চলাকালীন আইপ্যাডে অশ্লীল ওয়েবসাইট দেখছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও পরে সেই অভিযোগ থেকে তিনি ছাড় পেয়ে যান।

আরও খবর...

দিল্লি বিমানবন্দরের ভল্ট থেকে ২৪ কেজি সোনা হাপিস্!

Gujarat Minister Misspelt Elephent Elephant
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy