Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩

সাংবাদিক হত্যায় যাবজ্জীবন রাম রহিমকে

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের ঘটনায় ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল সিবিআই বিশেষ আদালত। একই সাজা হয়েছে তার তিন শাগরেদেরও। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের ঘটনায় গুরমিত রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল সিবিআই বিশেষ আদালত। ফাইল চিত্র।

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের ঘটনায় গুরমিত রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল সিবিআই বিশেষ আদালত। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
চন্ডীগড় শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৪:২০
Share: Save:

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের ঘটনায় ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল সিবিআই বিশেষ আদালত। একই সাজা হয়েছে তার তিন শাগরেদেরও। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

সিরসার সাংবাদিক রামচন্দ্রকে খুনের ঘটনায় গত শুক্রবার রাম রহিম, ডেরার প্রাক্তন ম্যানেজার কৃষাণ লাল এবং কুলদীপ সিংহ ও নির্মল সিংহ নামে রাম রহিমের দুই সঙ্গীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ধর্ষণের দায়ে ইতিমধ্যেই ২০ বছরের কারাদণ্ড হয়েছে স্বঘোষিত এই ধর্মগুরুর। রাম রহিমকে আদালতে হাজির করতে হলে বড়সর গোলমালের আশঙ্কা করেছিল হরিয়ানা সরকার। তাই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সাজা শোনানোর আর্জি জানিয়েছিল। বুধবার তা মেনে নেয় আদালত। আজ রোহতকের জেল থেকে সাজা শোনে রাম রহিম। ডেরা ভক্তদের তাণ্ডব এড়াতে জেলের বাইরে বাড়ানো হয়েছিল নিরাপত্তা। আদালতের বাইরেও ছিল বিরাট পুলিশবাহিনী।

২০০২ সালের ২৪ অক্টোবর বাড়ির সামনে গুলি করা হয়েছিল ছত্রপতিকে। তিন সপ্তাহ পর মারা যান তিনি। নিজের পত্রিকা ‘পুরা সচ’-এ গুরমিতের কীর্তি ফাঁস করে কোপে পড়েন ওই সাংবাদিক। মামলায় প্রধান সাক্ষী ছিলেন গুরমিতের গাড়ির চালক খাট্টা সিংহ। ২০০৬ সালে মামলাটি সিবিআইয়ের হাতে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE