Advertisement
E-Paper

সংসদের অনুষ্ঠানেই ব্রাত্য আনসারি

উপরাষ্ট্রপতির নির্দেশে এই ‘অনিয়ম’ নিয়ে লোকসভার সচিবালয়কে চিঠি লিখেছে রাজ্যসভার সচিবালয়। রাজ্যসভায় গুলাম নবি আজাদ থেকে সীতারাম ইয়েচুরিরা একযোগে আজ এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ০৯:১০
হামিদ আনসারি

হামিদ আনসারি

বিদায়বেলায় সরকারের সঙ্গে সংঘাতেই গেলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি।

গত কাল সংসদ চত্বরে নতুন একটি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে স্পিকার সুমিত্রা মহাজন ও সরকারের অন্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন। কিন্তু তাতে ডাক পাননি রাজ্যসভার চেয়ারম্যান আনসারি। রাজ্যসভার সাংসদদেরও আমন্ত্রণ জানানো হয়নি।

উপরাষ্ট্রপতির নির্দেশে এই ‘অনিয়ম’ নিয়ে লোকসভার সচিবালয়কে চিঠি লিখেছে রাজ্যসভার সচিবালয়। রাজ্যসভায় গুলাম নবি আজাদ থেকে সীতারাম ইয়েচুরিরা একযোগে আজ এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। তাঁদের অভিযোগ, বরাবরের মতো রাজ্যসভাকে অগ্রাহ্য করছে এই সরকার। রাজ্যসভার চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো তাঁদের পদ ও রাজ্যসভার অপমান।

অর্থমন্ত্রী অরুণ জেটলির অবশ্য যুক্তি, ১৯৫২ সাল থেকে সংসদ ভবনের দেখভালের দায়িত্ব লোকসভার সচিবালয়ের। সেখানে নতুন ভবন তৈরির এক্তিয়ারও পড়ে লোকসভার আওতায়। কিন্তু সরকারের বিড়ম্বনা আরও বাড়িয়ে তোলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন। উচ্চকক্ষে তিনি বলেন, ‘‘আমিও মনে করি, এই অনুষ্ঠানে চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো উচিত ছিল।’’ এর পরে অবশ্য সরকার পক্ষ উচ্চবাচ্য করেনি।

গত কালই রাজ্যসভায় বিজেপির নেতা-মন্ত্রীদের অনুপস্থিতির সুযোগে ওবিসি বিলে সংশোধনী পাশ করিয়ে সরকারের বিড়ম্বনা তৈরি করেছে কংগ্রেস। সেই অস্বস্তি জারি রইল আজও। চলতি সপ্তাহের শেষেই উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। আর তখনই রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে বিদায় নেবেন আনসারি। কিন্তু যাওয়ার আগে লোকসভার সচিবালয়কে কড়া চিঠি লিখে আসলে সরকারের উদ্দেশেই নিজের অসন্তোষ জানিয়ে দিলেন। ঠিক যেমনটি বিদায়বেলায় করেছিলেন সদ্য-প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অধ্যাদেশ আনা থেকে শুরু করে অসহিষ্ণুতার মতো নানা বিষয় নিয়ে বার্তা দিয়েছিলেন মোদী সরকারকে।

Rajya Sabha Mohammad Hamid Ansari Vice President হামিদ আনসারি নরেন্দ্র মোদী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy