সুরাতে ‘একতা যাত্রা’র শুরুতেই আটক করা হল পটেল সংরক্ষণের নেতা হার্দিক পটেলকে। মিছিলের অনুমতি না থাকাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গুজরাত পুলিশ। হার্দিকের সঙ্গেই আটক করা হয়েছে মিছিলে অংশ নেওয়া আরও ৩৫ জনকে।
মিছিল করলে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করে প্রথম থেকেই এই ‘একতা যাত্রা’ করার অনুমতি দেয়নি প্রশাসন। চলতি মাসেই বার দু’য়েক বিপরীত ডান্ডি অভিযান করার অনুমতিও হার্দিককে দেয়নি প্রশাসন। সে ক্ষেত্রেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাই বলেছিল প্রশাসন। অন্য দিকে রাজ্যের বিভিন্ন অনগ্রসর শ্রেণির সংগঠনের তরফে ঘোষণা করা হয়, হার্দিকদের মিছিল হলে তার পাল্টা মিছিলও বের করা হবে।
অনুমতি না পেলেও ‘একতা যাত্রা’ করার কথা শুক্রবারই ঘোষণা করেন হার্দিক। সেই মতো শনিবার সুরাতের মাঙ্গের চক এলাকায় জড়ো হন পটেল আন্দোলনের নেতা-কর্মীরা। এবং অনুমতি হীন এই মিছিল করায় কিছু ক্ষণের মধ্যেই আটক করা হয় তাঁদের।