Advertisement
৩০ মার্চ ২০২৩
BJP

Haryana Farmers: মোদীর ভাষণ শুনতে গিয়ে কৃষক বিক্ষোভের মুখে, মন্দিরে তালা ঝুলিয়ে আটকালেন বিজেপি নেতাদের

বিজেপি-র রাজ্যসভার সাংসদ হিসারে ধর্মশালা উদ্বোধনে গিয়েছিলেন। তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ কৃষকদের বিরুদ্ধে। তাঁকে কালো পতাকাও দেখানো হয়।

মন্দিরের বাইরে বিক্ষোভরত কৃষকরা।

মন্দিরের বাইরে বিক্ষোভরত কৃষকরা। ছবি— পিটিআই।

সংবাদ সংস্থা
রোহতক (হরিয়ানা) শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ১৮:৩৩
Share: Save:

কথা ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেদারনাথ মন্দির থেকে দেওয়া ভাষণ শুনবেন মন্দিরের চাতালে বসে। সেই অনুযায়ী, শুক্রবার সাত সকালেই হরিয়ানার গুরুগ্রামের একটি মন্দিরে ঢুকে পড়েছিলেন বিজেপি নেতারা। ছিলেন হরিয়ানার প্রাক্তন মন্ত্রী মণীশ গ্রোভারও। কিন্তু তার পরেই বিপত্তি। প্রায় এক বছর ধরে তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকরা মন্দিরের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন। চারপাশ থেকে ঘিরে ফেলা হয় মন্দির চত্বর। মোদীর ভাষণ শুনতে গিয়ে ছ’ঘণ্টারও বেশি সময় ধরে মন্দিরেই আটকে রয়েছেন বিজেপি নেতারা।

Advertisement

কেদারনাথ মন্দির থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তা শোনাতে বিভিন্ন মন্দিরে বড় পর্দায় ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করেছিল বিজেপি। গুরুগ্রাম থেকে ৭৮ কিলোমিটার দূরে রোহতক জেলার কিলোই গ্রামের একটি মন্দিরেও তেমনই সম্প্রচারের ব্যবস্থা হয়েছিল। সকালেই মন্দিরে চলে আসেন প্রাক্তন মন্ত্রী মণীশ গ্রোভার, সাধারণ সম্পাদক (সংগঠন) রবীন্দ্র রাজু, মেয়র মনমোহন গয়াল, জেলা বিজেপি সভাপতি অজয় বনশল, নেতা সতীশ নন্দাল প্রমুখ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মন্দির ঘিরে ধরেন আন্দোলনরত কৃষকরা। তালা ঝুলিয়ে দেওয়া হয় প্রধান ফটকে। ভিতরেই আটকে পড়েন বিজেপি নেতারা। ঘটনাস্থলে পুলিশ এলে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কিন্তু পুলিশ মন্দিরে ঢুকতে পারেনি।

কৃষকদের অভিযোগ, সকালেই আন্দোলনকারীদের প্রতি আপত্তিকর শব্দ প্রয়োগ করেছেন প্রাক্তন মন্ত্রী মণীশ। তাঁকে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে। এ জন্য আধঘণ্টার সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারী কৃষকরা। পরে ক্ষমাও চান মণীশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্য জেলা থেকে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে। দিল্লি-হিসার জাতীয় সড়ক সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

শুধু ঘেরাও করাই নয়, শুক্রবার সকালেই বিজেপি-র রাজ্যসভা সদস্য রামচন্দ্র জাংরাকেও কালো পতাকা দেখান আন্দোলনরত কৃষকরা। হরিয়ানার হিসারে একটি ধর্মশালা উদ্বোধন করতে গিয়েছিলেন রামচন্দ্র। সেখানে কৃষকরা তাঁর গাড়ি ভাঙচুর করেন বলেও অভিযোগ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.