স্বঘোষিত ধর্মগুরুকে আদালতে হাজির করার সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। সেই নির্দেশ পালন করতে গিয়ে হরিয়ানায় হিসারের বারওয়ালায় ধর্মগুরু রামপালের অনুগামীদের সঙ্গে সংঘর্ষে জড়াল পুলিশ। অভিযোগ উঠল সংবাদমাধ্যমের উপরে হামলারও। দিনের শেষে রামপালকে হাতে পায়নি প্রশাসন। উল্টে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে মুখ্যমন্ত্রী জগদীশ সিংহ খাট্টারের সরকার।
একটি খুনের মামলায় ৪২ বার হরিয়ানার বিভিন্ন আদালতের সমন অগ্রাহ্য করেছেন রামপাল। তাই ক্ষুব্ধ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট তাঁকে আগামী শুক্রবারের মধ্যে অবশ্যই কোর্টে হাজির করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ পালন করতে গিয়েই এখন বিপাকে মুখ্যমন্ত্রী খাট্টার সরকার। পরিস্থিতি সামলাতে ১৪ কোম্পানি সিআরপি আনাতে হয়েছে তাদের। তা সত্ত্বেও এখনও রামপালকে হাতে পায়নি প্রশাসন। উল্টে আজ বারওয়ালায় আশ্রমের সামনে সংঘর্ষে সাংবাদিকরাও আক্রান্ত হওয়ায় অভিযোগের আঙুল উঠেছে পুলিশের দিকে। হরিয়ানায় হিসারের বারওয়ালায় রামপালের ১২ একরের আশ্রমটি নামে ধর্ম প্রতিষ্ঠান। কিন্তু তার সুরক্ষাব্যবস্থা বহুস্তরীয়। বহুতল ওই আশ্রমের সামনে ৫০ ফুট উঁচু পাঁচিল। প্রবেশ পথে সর্বক্ষণ কড়া পাহারা।
এখন পাঁচিলের সামনে খোলা জমিতে পুলিশের মোকাবিলায় দাঁড়িয়ে ধর্ম প্রতিষ্ঠানের নিজস্ব বাহিনী। পরনে কালো পোশাক, হাতে লাঠি, হকি স্টিক, রবারের ঢাল। তাদের ঠিক পিছনে বাড়ির মূল ফটকের সামনে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুরুষ ভক্তেরা। তাঁদের পিছনে রয়েছেন মহিলারা। সকলেই সশস্ত্র। পুলিশের দাবি, ভিড়ের হাতে পেট্রোল বোমা বা অ্যাসিডই নয়, বন্দুকও রয়েছে। আবার ছাদের ভিড়ের মধ্যে রয়েছে শিশুরাও। রামপালকে কিছুতেই পুলিশের হাতে তুলে দিতে রাজি নন তাঁর অনুগামীরা।