Advertisement
E-Paper

এক মেয়ে দশ ছেলের সমান, বার্তা বিগ বি-র

পর্দায় তিনি পিকুর বাবা। আর আসল জীবনেও দুই সন্তানের জনক। কিন্তু তাঁর কাছে ছেলের থেকে মেয়েই বেশি প্রিয়। প্রকাশ্যে সে কথা জানাতেও দ্বিধা করেন না অমিতাভ বচ্চন। কন্যা সন্তান সপ্তাহ উদ্‌যাপন করতে গিয়ে আরও এক বার সেটাই জানালেন বলিউডের এই সুপারস্টার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০৪:০১
ছবি: টুইটারের সৌজন্যে।

ছবি: টুইটারের সৌজন্যে।

পর্দায় তিনি পিকুর বাবা। আর আসল জীবনেও দুই সন্তানের জনক। কিন্তু তাঁর কাছে ছেলের থেকে মেয়েই বেশি প্রিয়। প্রকাশ্যে সে কথা জানাতেও দ্বিধা করেন না অমিতাভ বচ্চন। কন্যা সন্তান সপ্তাহ উদ্‌যাপন করতে গিয়ে আরও এক বার সেটাই জানালেন বলিউডের এই সুপারস্টার।

অমিতাভ নিজে রাষ্ট্রপুঞ্জের কন্যা সন্তান বিষয়ক দফতরের অ্যাম্বাসাডর। আজ দুই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ফেসবুক আর টুইটারে তাঁর অনুগামীদের কন্যা সপ্তাহের শুভেচ্ছা জানিয়েছেন ৭২ বছরের এই প্রবীণ অভিনেতা। পরিবারে কন্যা সন্তানের গুরুত্ব বোঝাতে লিখেছেন, ‘‘মেয়েকে সব সময় বেটা বলা যায়। তবে ছেলেকে কখনওই বেটি বলে ডাকা যায় না। আর তার জন্যই মেয়েরা এত প্রিয়। এত কাছের।’’ লেখার সঙ্গে মেয়ে শ্বেতা নন্দার বেশ কয়েকটি ছবিও আজ পোস্ট করেছেন অমিতাভ। কোনওটায় বাবা-মেয়ে একসঙ্গে। কোনওটায় দু’জনের ছবির কোলাজ।

এর আগে পিতৃ দিবস উদ্‌যাপনের জন্য অমিতাভের মেয়ে একটি খোলা চিঠি লিখেছিলেন তাঁর বাবাকে। কী ভাবে বাবার স্নেহ আর আদরে তিনি বড় হয়েছেন, তাঁর ছেলেবেলা কী ভাবে কেটেছে, খুব সাবলীল ভাষায় সে সব কথা লেখাছিল সেই চিঠিতে। সেই চিঠিও তখন ভাইরাল হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

যদিও অমিতাভের কন্যা-স্তুতি এই প্রথম নয়। কন্যা সন্তানদের সপক্ষে বহু বার মুখ খুলেছেন তিনি। শ্বেতার ছবি, তাঁকে নিয়ে অনেক লেখা এর আগেও পোস্ট করেছেন অমিতাভ। শুধু মেয়েই নয়, মেয়ের মেয়ে অর্থাৎ নাতনি নব্য নভেলির ছবিও ফেসবুক আর টুইটারে দেখতে পান অমিতাভের অনুরাগীরা। দিন কয়েক আগেই লিখেছিলেন কী ভাবে পিয়ানো বাজানোয় দক্ষ হয়ে উঠছেন তাঁর কিশোরী নাতনি। অমিতাভের সৌজন্যে অভিষেক-ঐশ্বর্যার মেয়ে আরাধ্যাও এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যথেষ্ট জনপ্রিয়। বচ্চন পরিবারের কনিষ্ঠতম সদস্যের ছবিও মাঝেমধ্যেই পোস্ট করেন অমিতাভ।

তাঁর মতে, মেয়েরা পরিবারের গর্ব। আজ ফেসবুক বার্তাতেও তিনি লিখেছেন, ‘‘ডটার ইজ নট ইকুয়্যাল টু টেনশন। বাট ইন টু়ডেজ ওয়ার্ল্ড ডটার ইজ ইকুয়্যাল টু টেন সন্‌স।’’ অর্থাৎ মেয়েরা এখন আর গলগ্রহ নয়। বরং আজকের দিনে একটা মেয়েই দশ ছেলের সমান।

‘ডটারস্ উইক’এ নস্টালজিক অমিতাভ

Amitabh Bachchan United Nations Happy Daughter’s Week daughter mumbai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy