মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল মঙ্গলবার রাত থেকেই। বৃহস্পতিবার সকালে তা আরও মারাত্মক আকার নিল। টানা বৃষ্টির জেরে কার্যত ঘরবন্দি হয়েছে দিল্লি এবং পাশ্বর্বর্তী গুরুগ্রাম এলাকা।
প্রবল বৃষ্টির জেরে শহরের নীচু এলাকায় জল জমতে শুরু করেছে আজ সকাল থেকেই। ফলে বেশ কিছু রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অন্য রাস্তাগুলিতে তৈরি হয়েছে প্রবল যানজট।
সফদরজং অবজারভেটরির রিপোর্ট বলছে, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দিল্লিতে ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পালম আবহাওয়া কেন্দ্রের হিসেবে এই সময়সীমা মধ্যে বৃষ্টিপাত ৭০.৯ মিলিমিটার। যা সাম্প্রতিক কালে নজিরবিহীন।