ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি এবং এনসিআর। মঙ্গলবার সকালে বৃষ্টি শুরু হয় দিল্লি এবং পাশ্ববর্তী অঞ্চলে। সঙ্গে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় চলতে থাকে। জানা গিয়েছে, নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তাতে জমে যাওয়ায় রাজধানীতে যান চলাচলের গতি মন্থর হয়ে পড়েছে।
দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশের নয়ডা এবং গাজ়িয়াবাদেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার সারা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি এবং গুরুগ্রামে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। অন্য দিকে, নয়ডা এবং গাজ়িয়াবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিল্লি থেকে বিমান ওঠানামাতেও দেরি হচ্ছে। ইন্ডিগো জানিয়েছে, পরিস্থিতির উপরে নজরে রাখা হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলেই পরিষেবা স্বাভাবিক হবে। যাত্রীদের তাই বিমান ওঠানামার খবর নিয়ে তবেই যেন তাঁরা বার হন। তা ছাড়া যাত্রীদের হাতে সময় নিয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে ইন্ডিগো। কারণ বৃষ্টির কারণে রাস্তায় বিপুল যানজটের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফেই যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।