Advertisement
E-Paper

দুর্যোগে বিপর্যস্ত মুম্বই, আরও বৃষ্টির পূর্বাভাসে আশঙ্কা বাড়ছে! শিন্দে জানালেন, দরকারে নামবে সেনা

ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই এবং শহরতলি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুম্বই এবং সংলগ্ন জেলাগুলিতে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শিন্দে জানিয়েছেন, আপৎকালীন পরিস্থিতিতে প্রয়োজনে সেনাও নামানো হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৮:২৫
ভারী বৃষ্টিতে সোমবার জলমগ্ন হয়ে পড়ে মুম্বইয়ের রাস্তা।

ভারী বৃষ্টিতে সোমবার জলমগ্ন হয়ে পড়ে মুম্বইয়ের রাস্তা। ছবি: পিটিআই।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। আগামী ২৪ ঘণ্টা মুম্বই শহর এবং সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টির ‘লাল সতর্কতা’ জারি করেছে মৌসম ভবন। দুর্যোগের কারণে গ্রেটার মুম্বই এলাকার সব সরকারি দফতরে (বিপর্যয় মোকাবিলা দফতর এবং জরুরি পরিষেবা দফতর ব্যতীত) তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে। ওই এলাকায় থাকা সরকারি অফিসের কর্মীদের বিকেল ৪টের মধ্যে অফিস থেকে বেরিয়ে পড়ার পরামর্শ দিয়েছে মহারাষ্ট্র সরকার।

সোমবার বিকেলে মৌসম ভবন জানিয়েছে, মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুম্বইয়ে ঝড়বৃষ্টির সতর্কতার পরে দুপুরেই মহারাষ্ট্রের বিপর্যয় মোকাবিলা দফতরে যান সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। দুর্যোগের সময়ে কোনও প্রাণহানি যাতে না হয়, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। দুর্যোগের সময়ে আপৎকালীন পরিস্থিতির জন্য সেনা এবং নৌসেনাকেও প্রস্তুত থাকার জন্য অনুরোধ করেছে মহারাষ্ট্রের প্রশাসন। শিন্ডে জানিয়েছেন, বৃহন্মুম্বই পুরনিগম, সেনা এবং নৌসেনা— প্রত্যেকেই পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য তৈরি রয়েছে।

উদ্ভুত পরিস্থিতিতে মুম্বই এবং সংলগ্ন এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলাবাহিনী মোতায়েনের জন্যও অনুরোধ করেছে মহারাষ্ট্রের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। মুম্বই, কোলাপুর, সাঙ্গলি, সাতারা-সহ আরও কিছু অঞ্চলে মোট এনডিআরএফ-এর ১০টি দল মোতায়েনের অনুরোধ করা হয়েছে।

ভারী বৃষ্টিতে নবি মুম্বইয়ের বেশ কিছু অঞ্চলে জল জমতে শুরু করেছে। কিছু মহাসড়কও জলমগ্ন হয়ে গিয়েছে। বিঘ্নিত হয়েছে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবাও। মেট্রোর বেশ কিছু ভূগর্ভস্থ স্টেশনে জল জমে গিয়েছে। মুম্বই মেট্রোর ৩ নম্বর লাইনে আচার্য আটরে চক থেকে ওরলি পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু অঞ্চলে রেললাইনেও জল জমে গিয়েছে, যার জেরে মুম্বইয়ের হারবার শাখায় ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। বৃহন্মুম্বই পুরনিগম জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নরিম্যান পয়েন্টে দমকল অফিসের কাছে ১০৪ মিলিমিটার, কোলাবা পাম্পিং স্টেশনে ৮৩ মিলিমিটার এবং পুরনিগমের সদর দফতরের কাছে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

শুধু মহারাষ্ট্রেই নয়, পশ্চিম উপকূলের অন্য রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে কর্নাটক, কেরল এবং গোয়ায়। সকালের দিকে দিল্লিতে বৃষ্টি হলেও সেখানে নতুন করে কোনও সতর্কতা জারি করেনি মৌসম ভবন।

Mumbai Rains Maharashtra Monsoon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy