Advertisement
০২ জুন ২০২৪
Gujarat

Gujarat Rain: প্রবল বর্ষণে ভাসছে গুজরাতের একাংশ, আরও বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় লাল সতর্কতা

গুজরাতের নবসারি জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদীর জল।

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

সংবাদ সংস্থা
গাঁধীনগর শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১০:৪০
Share: Save:

প্রবল বর্ষণে গুজরাতের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টিতে নবসারি জেলার বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায়। পূর্ণা, অম্বিকা, কাবেরী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।

টানা বৃষ্টি ও প্লাবন পরিস্থিতির জেরে নবসারিতে বৃহস্পতিবার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার। ওই জেলার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। নবসারির সঙ্গে সুরাত হাইওয়ের সংযোগকারী রাস্তা যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

নবসারি ও বিলিমোরার নিচু এলাকাগুলি জলের তলায়। হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

জুনাগড়, গির সোমনাথ, দাং, ভালসাদ ও নবসারিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ওই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gujarat Raining weather
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE