Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Railways catering charges

বিভ্রান্তি কাটাতে টুইটারে খাবারের দাম জানালো রেল

রেলের খাবারের মান এবং তার দাম নিয়ে যাত্রীসাধারণের মধ্যে যথেষ্ট অভিযোগ আর বিভ্রান্তি রয়েছে। বারবার অভিযোগ উঠেছে মাত্রাতিরিক্ত দাম নেওয়ার। সম্প্রতি রেলমন্ত্রক অফিশিয়াল টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে জানাল তাদের কোন খাবারের দাম কত। আসুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ১৫:৪৩
Share: Save:
০১ ০৭
রেলের খাবারের মান এবং তার দাম নিয়ে যাত্রীসাধারণের মধ্যে যথেষ্ট অভিযোগ আর বিভ্রান্তি রয়েছে। বারবার অভিযোগ উঠেছে মাত্রাতিরিক্ত দাম নেওয়ার। সম্প্রতি রেলমন্ত্রক অফিশিয়াল টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে জানাল তাদের কোন খাবারের দাম কত। আসুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

রেলের খাবারের মান এবং তার দাম নিয়ে যাত্রীসাধারণের মধ্যে যথেষ্ট অভিযোগ আর বিভ্রান্তি রয়েছে। বারবার অভিযোগ উঠেছে মাত্রাতিরিক্ত দাম নেওয়ার। সম্প্রতি রেলমন্ত্রক অফিশিয়াল টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে জানাল তাদের কোন খাবারের দাম কত। আসুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

০২ ০৭
জনতা মিলে থাকবে সাতটি পুরি, আলুর শুকনো তরকারি এবং আচার। সমস্ত স্টেশনে যার দাম ১৫ টাকা এবং ট্রেনের কামরায় এর দাম পড়বে ২০ টাকা।

জনতা মিলে থাকবে সাতটি পুরি, আলুর শুকনো তরকারি এবং আচার। সমস্ত স্টেশনে যার দাম ১৫ টাকা এবং ট্রেনের কামরায় এর দাম পড়বে ২০ টাকা।

০৩ ০৭
ডিসপোজেবল কাপের কফির মূল্য ৭ টাকা। স্টেশন এবং ট্রেন দু’ক্ষেত্রেই দাম একই। কফি পটে কফি নেওয়া হলে স্টেশন ও ট্রেনের মধ্যে তার দাম ১৫ টাকা। চা-এর দাম পাঁচ টাকা। টি-ব্যাগ সহ চায়ের দাম পড়বে ৭ টাকা এবং টি-পট পাওয়া যাবে ১০ টাকায়।

ডিসপোজেবল কাপের কফির মূল্য ৭ টাকা। স্টেশন এবং ট্রেন দু’ক্ষেত্রেই দাম একই। কফি পটে কফি নেওয়া হলে স্টেশন ও ট্রেনের মধ্যে তার দাম ১৫ টাকা। চা-এর দাম পাঁচ টাকা। টি-ব্যাগ সহ চায়ের দাম পড়বে ৭ টাকা এবং টি-পট পাওয়া যাবে ১০ টাকায়।

০৪ ০৭
প্যাকেটজাত জল রেল নীর-এর (১ লিটার) দাম ১৫ টাকা এবং ৫০০ এমএল-এর দাম ১০ টাকা। যা স্টেশন এবং ট্রেন দু’জায়গাতেই এক।

প্যাকেটজাত জল রেল নীর-এর (১ লিটার) দাম ১৫ টাকা এবং ৫০০ এমএল-এর দাম ১০ টাকা। যা স্টেশন এবং ট্রেন দু’জায়গাতেই এক।

০৫ ০৭
স্ট্যান্ডার্ড ক্যাসারোল নিরামিষ খাবারের দাম স্টেশনে ৪৫ টাকা এবং ট্রেনে ৫০ টাকা। আমিষ খাবার স্টেশনে ৫০ টাকা এবং ট্রেনের মধ্যে ৫৫ টাকায় পাওয়া যাবে।

স্ট্যান্ডার্ড ক্যাসারোল নিরামিষ খাবারের দাম স্টেশনে ৪৫ টাকা এবং ট্রেনে ৫০ টাকা। আমিষ খাবার স্টেশনে ৫০ টাকা এবং ট্রেনের মধ্যে ৫৫ টাকায় পাওয়া যাবে।

০৬ ০৭
নিরামিষ ব্রেকফাস্ট ( ব্রেড-বাটার-কাটলেট, উপমা-বড়া বা পোঙ্গল-বড়া, ইডলি-বড়া) স্টেশনে ২৫ টাকা আর ট্রেনে তার দাম পড়বে ৩০ টাকা। আমিষ ব্রেকফাস্টের (ব্রেড, বাটার ও ওমলেট) স্টেশনে দাম ৩০ এবং ট্রেনের মধ্যে দাম ৩৫ টাকা।

নিরামিষ ব্রেকফাস্ট ( ব্রেড-বাটার-কাটলেট, উপমা-বড়া বা পোঙ্গল-বড়া, ইডলি-বড়া) স্টেশনে ২৫ টাকা আর ট্রেনে তার দাম পড়বে ৩০ টাকা। আমিষ ব্রেকফাস্টের (ব্রেড, বাটার ও ওমলেট) স্টেশনে দাম ৩০ এবং ট্রেনের মধ্যে দাম ৩৫ টাকা।

০৭ ০৭
নিরামিষ থালি ৩৫ টাকায় আর আমিষ থালি ৪০ টাকায় পাওয়া যাবে শুধুমাত্র স্টেশনের এসি রুমে।

নিরামিষ থালি ৩৫ টাকায় আর আমিষ থালি ৪০ টাকায় পাওয়া যাবে শুধুমাত্র স্টেশনের এসি রুমে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE