Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Air India

বিমান হাইজ্যাক করে পাকিস্তানে! হুমকি ফোন এয়ার ইন্ডিয়ার দফতরে

এয়ার ইন্ডিয়ার কন্ট্রোল রুমে একটি হুমকি ফোন আসে।

এয়ার ইন্ডিয়ার কন্ট্রোল রুমে একটি হুমকি ফোন আসে।—ফাইল চিত্র

এয়ার ইন্ডিয়ার কন্ট্রোল রুমে একটি হুমকি ফোন আসে।—ফাইল চিত্র

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৪২
Share: Save:

বিমান হাইজ্যাক করে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে। মুম্বইয়ে এয়ার ইন্ডিয়ার কন্ট্রোল রুমে শনিবার এমনই হুমকি ফোন আসার পরেই দেশের সমস্ত বিমানবন্দরগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এর পরেই সব বিমানসংস্থা এবং সিআইএসএফ-কে আরও সতর্ক হওয়ার পাশাপাশি নতুন নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ জারি করেছে বুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)।

ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) সূত্রে খবর, এ দিন মুম্বইয়ের এয়ারপোর্ট অপারেশন কন্ট্রোল সেন্টারে একটি হুমকি ফোন আসে। বলা হয়, ২৩ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার বিমানকে হাইজ্যাক করে সেটা পাকিস্তানে নিয়ে যাওয়া হবে। ফোনটি আসার পরই দ্রুত মুম্বই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়। সতর্কতা জারি করা হয় অন্য বিমানবন্দরগুলোতেও।

বিসিএএস সূত্রে আরও জানানো হয়েছে, প্রত্যেক বিমানের ওঠানামায় কড়া নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে বিমানবন্দরের টার্মিনালগুলো, কার পার্কিংয়ে তল্লাশি চালাচ্ছে সিআইএসএফ। তবে এটা কোনও ভুয়ো কল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলওয়ামা কাণ্ডের পর এই মুহূর্তে একটা উত্তেজনার আবহ রয়েছে ভারত ও পাকিস্তানে। হুমকি ও পাল্টা হুমকির পর্ব চলছে দু’দেশের মধ্যে। এমন একটা পরিস্থিতিতে নিরাপত্তায় কোনও রকম খামতি রাখতে চাইছে না বিমান মন্ত্রক। তাই হুমকি ফোন আসার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশের বিমানবন্দরগুলোতে। এয়ারপোর্ট সিকিয়োরিটি ইউনিট, অ্যাভিয়েশন সিকিয়োরিটি গ্রুপ এবং সব ক’টি বিমান সংস্থাকে অবিলম্বে আটটি নতুন নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নওসেরা সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার, নয়াদিল্লিতে রুদ্ধদ্বার বৈঠকে মোদী-রাজনাথ

১৯৯৯ সালে কাঠমাণ্ডু থেকে দিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি ৮১৪ বিমানটিকে অপহরণ করে আফগানিস্তানে নিয়ে যায় জঙ্গিরা। ভারতের জেলে বন্দি জঙ্গি নেতা মাসুদ আজহার-সহ তিন জঙ্গির মুক্তির বিনিময়ে বিমানের ১৯০ জন যাত্রী ছাড়া পান।

আরও পড়ুন: বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান কাশ্মীরে, উড়িয়ে নিয়ে যাওয়া হল ১০ হাজার সেনা

২০১৪ সালে সংসদে পাশ হয় সংশোধিত বিমান ছিনতাই বিরোধী বিল। ওই বিল অনুযায়ী বিমান ছিনতাইয়ের ফলে কোনও পণবন্দি বা নিরাপত্তারক্ষীর মৃত্যু হলে অপরাধীর মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন হতে পারে। বাজেয়াপ্ত করা হবে তার সম্পত্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan Phone Call Hijack Air India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE