ওয়ারঙ্গল: ধর্মের নাম করে দেশে দেশে, সমাজে সমাজে বিষ ঢেলে চলে এক দল মানুষ। আর এক দল মানুষ জীবন দিয়ে দেখান, ধর্ম আসলে মানুষের প্রতি মানুষের প্রেম আর কর্তব্য। দ্বিতীয় দলে পড়েন তেলেঙ্গানার ওয়ারঙ্গল জেলার ইয়াকুব বাই। মঙ্গলবার রাতে কে শ্রীনিবাসন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান ইয়াকুবের আশ্রয়ে থাকা অবস্থাতেই। কিন্তু তাঁর ছেলে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। এরপর ইয়াকুব বাই নিজেই হিন্দু রীতি মেনে বৃদ্ধের দেহ সৎকার করেন।
আরও পড়ুন: রাইফেল ধরা হাতেই তুলি তুলে নেন জাগুয়ার কম্যান্ডো
ইয়াকুব এবং তাঁর স্বামী একটি বৃদ্ধাশ্রম চালান। বিনা অর্থে আশ্রয় দেন, সেবা করেন নিরাশ্রয় বৃদ্ধ-বৃদ্ধাদের। সেখানে প্রায় ৭০ জন বৃদ্ধ-বৃদ্ধা থাকেন। দু’বছর আগে একটি বাস স্টপের কাছ থেকে শ্রীনিবাসনকে প্যারালাইজড অবস্থায় উদ্ধার করেন ওই মুসলিম মহিলা। বৃদ্ধের কাছ থেকে ঠিকানা নিয়ে যোগাযোগ করা হলেও শ্রীনিবাসনকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাননি তাঁর ছেলে। তার পর থেকে এত দিন পর্যন্ত ওই বৃদ্ধ ইয়াকুব বাইয়ের আশ্রয়েই থাকতেন। মঙ্গলবার তাঁর মৃত্যুর পর ফের তাঁর ছেলের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু বৃদ্ধের ছেলে জানান, সম্প্রতি তিনি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তাই তিনি তাঁর বাবার সৎকার করতে রাজি নন। এমতাবস্থায় বৃদ্ধের সৎকারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ইয়াকুব বাই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy